Samsung Galaxy A16 5G Price: ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার Samsung Galaxy A16 5G সবচেয়ে কম দামে, ৬ বছরে খারাপ হবে না
স্যামসাং এখন বাজেট ফোনেও দুর্দান্ত ফিচার অফার করে। আপনি ২০ হাজার টাকার রেঞ্জের ডিভাইসেও অত্যাধুনিক স্পেসিফিকেশনে পাবেন। এই রেঞ্জের জনপ্রিয় একটি স্মার্টফোন হল Samsung Galaxy A16 5G। এই হ্যান্ডসেটে পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি। আর এর সাথে ৬ বছর ধরে অ্যান্ড্রয়েড ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ফোনটি এখন লোভনীয় অফার সহ কেনা যাচ্ছে।
অফারের পর অ্যামাজনে এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৪৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১৯,৯৯৯ টাকা।
এদিকে এইচডিএফসি ও এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি কেনার ক্ষেত্রে ১,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন। ৭৫০ টাকা ছাড় দেওয়া হবে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের।
স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজোলিউশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও ১৯.৫: ৯ এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ানইউআই ৬.০ কাস্টম স্কিনে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A16 5G স্মার্টফোনের ব্যাক সাইডে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। হ্যান্ডসেটটির পিছনে ফ্ল্যাশ উপস্থিত। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
This website uses cookies.