Samsung Galaxy A26 5G-এর সাপোর্ট পেজ তিনটি দেশে লাইভ হল, লঞ্চ হবে খুব শীঘ্রই | Samsung Galaxy A26 5G Support Sites Go Live

স্যামসাং সাশ্রয়ী মূল্যে একটি চমৎকার স্মার্টফোন বাজারে আনছে। Samsung Galaxy A26 নামের সেই মডেলটি সম্প্রতি TUV Rheinland, Bluetooth SIG, এবং ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS-এর মতো সার্টিফিকেশন প্ল্যাটফর্মের ডাটাবেসে দেখা গিয়েছে। আর এখন, ডিভাইসটির সাপোর্ট পেজ একাধিক দেশে কোম্পানির ওয়েবসাইটে লাইভ হয়েছে, যা শীঘ্রই লঞ্চের দিকে ইঙ্গিত করছে।

যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও লাতিন আমেরিকার মতো মার্কেটে স্যামসাংয়ের আঞ্চলিক ওয়েবসাইটে ফোনটির সাপোর্ট পেজ লাইভ হয়েছে। সেখানে নাম স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও, তিনটি পেজেই প্রদর্শিত মডেল নম্বর (SM-A26B/DS) Galaxy A26-এর সঙ্গে মিলে যায়। আবার ব্লুটুথ এসআইজি লিস্টিংও নিশ্চিত করেছে যে এই মডেল নম্বর আসলে A26 এর সাথেই সম্পর্কিত।

READ MORE:  হোলি উপলক্ষে দাম কমে গেল ফোনের, মাত্র ২২ হাজারে মিলবে Samsung Galaxy S24 Plus

বলা বাহুল্য, সাপোর্ট পেজগুলি Samsung Galaxy A26 সম্পর্কে উল্লেখযোগ্য কিছু প্রকাশ করেনি। তবে আগে একটি রিপোর্ট ফোনটির অনেক স্পেসিফিকেশন ফাঁস করেছে। এই ফোনে ওয়াটারড্রপ নচ সহ ৬.৬৪ ইঞ্চি বা ৬.৬৭ ইঞ্চি প্যানেল থাকবে। স্ক্রিনটি ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে বলে আশা করা হচ্ছে। ফোনটির মাপ ১৬৪x৭৭.৫x৭.৭ মিমি এবং ওজন ২০৯ গ্রাম হতে পারে।

READ MORE:  ডার্ক কালার সহ Samsung Galaxy S25 Ultra বাজারে ঝড় তুলবে, ফাটাফাটি ক্যামেরা তো আছেই | Samsung Galaxy S25 Ultra Dark Colour Variant in India

ফ্ল্যাগশিপ Galaxy S25 সিরিজের মতো Android 15 নির্ভর One UI 7 কাস্টম স্কিন থাকতে পারে এতে। ফোনটি Exynos 1280 চিপের একটি ওভারক্লকড ভার্সনে রান করতে পারে। তবে কিছু রিপোর্ট Exynos 2400e প্রসেসর থাকার দাবি করেছে। এটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অফার করতে পারে। ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০ এমএএইচ হবে বলে আশা করা যায়।

READ MORE:  অসাধারন ক্যামেরা সহ ডুয়েল স্ক্রিন, সীমিত সময়ের জন্য ৪০০০ টাকা দাম কমলো Lava Agni 3 5G ফোনের | Lava Agni 3 5G Discount Price

Scroll to Top