লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Samsung Galaxy A26 5G Camera: Samsung Galaxy A26 5G অবশেষে দেশে লঞ্চ হল, বাজেটের মধ্যে দুর্দান্ত ফিচার্স রয়েছে | Samsung Galaxy A26 5G Launched

Published on:

সুমন পাত্র, কলকাতা: Samsung Galaxy A26 5G চুপিচুপি ভারতে লঞ্চ হল। এই মিড-রেঞ্জ স্মার্টফোন গত মাসে গ্লোবাল মার্কেটে উন্মোচিত হয়েছিল। … Read more

সুমন পাত্র, কলকাতা: Samsung Galaxy A26 5G চুপিচুপি ভারতে লঞ্চ হল। এই মিড-রেঞ্জ স্মার্টফোন গত মাসে গ্লোবাল মার্কেটে উন্মোচিত হয়েছিল। কোম্পানি ফোনটিতে ৬ বছরের অ্যান্ড্রয়েড আপডেট ও সিকিউরিটি প্যাচের নিশ্চয়তা দিয়েছে। স্যামসাং তাদের নিজস্ব Exynos 1380 চিপ ব্যবহার করেছে এতে। হাই-রিফ্রেশ রেটযুক্ত FHD+ AMOLED ডিসপ্লে নতুন মডেলটির অন্যতম বিশেষত্ব। জল ও ধুলো থেকে রক্ষার জন্য IP67 রেটিং অফার করছে এটি। চলুন ফোনটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

READ MORE:  Flipkart OMG Gadgets Sale: অর্ধেক দামে অসাধারণ ক্যামেরার Google Pixel 7, এমন অফার আগে কেউ দেয়নি | Google Pixel 7 Discount Price

Samsung Galaxy A26 5G: স্পেসিফিকেশন ও ফিচার্স

স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ৬.৭ ইঞ্চি দৈর্ঘ্যের সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা ১০৮০x ২৩৪০ পিক্সেল বা ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ও কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন অফার করে। এক্সিনস ১৩৮০ প্রসেসর রয়েছে এই ফোনে। সর্বাধিক ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম নির্ভর ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে রান করে।

READ MORE:  ইউনিক ক্যামেরা সেটআপ ও চমকানো লাইট সহ নতুন Tecno ফোন ভারতে লঞ্চ হচ্ছে

ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য সামনের দিকে ১৩ মেগাপিক্সেলের সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

ফোনে উন্নত অবজেক্ট ইরেজার এবং সার্কেল টু সার্চের মতো এআই ফিচার্স পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। 4K30 FPS ভিডিও রেকর্ডিং করার সুবিধা থাকছে। এছাড়া, IP67 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, ওয়াই-ফাই এসি, ব্লুটুথ 5.3, USB-C 2.0 পোর্ট এবং স্টেরিও স্পিকার রয়েছে।

READ MORE:  Oppo Find X8 Ultra Display: স্মার্টফোনের দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করবে Oppo Find X8 Ultra, ক্যামেরা ও ডিজাইনে বিরাট চমক |Oppo Find X8 Ultra Processor

ভারতে Samsung Galaxy A26 5G-এর দাম

বর্তমানে Galaxy A26 5G ফ্লিপকার্ট ও আমাজনে উপলব্ধ। ডিভাইসটির ৮ জিবি + ১২৮ জিবি মডেলের দাম শুরু হচ্ছে ২৪,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে, ৮ জিবি + ২৫৬ জিবি ভেরিয়েন্টের মূল্য ২৭,৯৯৯ টাকা। মনে রাখবেন, এই দামের মধ্যে ৩,০০০ টাকার প্রারম্ভিক ব্যাংক অফার অন্তর্ভুক্ত রয়েছে। এটি মিন্ট ও ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.