Samsung Galaxy A26 5G Camera: Samsung Galaxy A26 5G অবশেষে দেশে লঞ্চ হল, বাজেটের মধ্যে দুর্দান্ত ফিচার্স রয়েছে | Samsung Galaxy A26 5G Launched
সুমন পাত্র, কলকাতা: Samsung Galaxy A26 5G চুপিচুপি ভারতে লঞ্চ হল। এই মিড-রেঞ্জ স্মার্টফোন গত মাসে গ্লোবাল মার্কেটে উন্মোচিত হয়েছিল। … Read more
সুমন পাত্র, কলকাতা: Samsung Galaxy A26 5G চুপিচুপি ভারতে লঞ্চ হল। এই মিড-রেঞ্জ স্মার্টফোন গত মাসে গ্লোবাল মার্কেটে উন্মোচিত হয়েছিল। কোম্পানি ফোনটিতে ৬ বছরের অ্যান্ড্রয়েড আপডেট ও সিকিউরিটি প্যাচের নিশ্চয়তা দিয়েছে। স্যামসাং তাদের নিজস্ব Exynos 1380 চিপ ব্যবহার করেছে এতে। হাই-রিফ্রেশ রেটযুক্ত FHD+ AMOLED ডিসপ্লে নতুন মডেলটির অন্যতম বিশেষত্ব। জল ও ধুলো থেকে রক্ষার জন্য IP67 রেটিং অফার করছে এটি। চলুন ফোনটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ৬.৭ ইঞ্চি দৈর্ঘ্যের সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা ১০৮০x ২৩৪০ পিক্সেল বা ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ও কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন অফার করে। এক্সিনস ১৩৮০ প্রসেসর রয়েছে এই ফোনে। সর্বাধিক ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম নির্ভর ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য সামনের দিকে ১৩ মেগাপিক্সেলের সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
ফোনে উন্নত অবজেক্ট ইরেজার এবং সার্কেল টু সার্চের মতো এআই ফিচার্স পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। 4K30 FPS ভিডিও রেকর্ডিং করার সুবিধা থাকছে। এছাড়া, IP67 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, ওয়াই-ফাই এসি, ব্লুটুথ 5.3, USB-C 2.0 পোর্ট এবং স্টেরিও স্পিকার রয়েছে।
বর্তমানে Galaxy A26 5G ফ্লিপকার্ট ও আমাজনে উপলব্ধ। ডিভাইসটির ৮ জিবি + ১২৮ জিবি মডেলের দাম শুরু হচ্ছে ২৪,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে, ৮ জিবি + ২৫৬ জিবি ভেরিয়েন্টের মূল্য ২৭,৯৯৯ টাকা। মনে রাখবেন, এই দামের মধ্যে ৩,০০০ টাকার প্রারম্ভিক ব্যাংক অফার অন্তর্ভুক্ত রয়েছে। এটি মিন্ট ও ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে।
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসের শেষে ফের দেশে বড় রেল দুর্ঘটনা ঘটে গেল। লাইনচ্যুত হল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম ম্যাচের ব্যর্থতা রাজস্থানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে কাটিয়ে উঠেছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা…
মধ্যবিত্তদের জন্য বড় সস্তির খবর আসছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং ঋণের ক্ষেত্রে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা ইন্ডিয়ান সুপার লিগে গোছানো ফুটবল খেলে লিগ শিল্ড নিশ্চিত করেছে হোসে…
বর্তমানে ভারতের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দামি প্রিপেইড এবং পোস্টপেইড মোবাইল প্ল্যান। পেট্রোল ডিজেলের…
শ্বেতা মিত্র, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে এবার ফুঁসে উঠলেন রেশন ডিলাররা। যার ফলে এবার দেশজুড়ে…
This website uses cookies.