লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Samsung Galaxy A26 5G Specifications: ৬ বছরেও ফোন পুরানো হবে না, Samsung Galaxy A26 5G কিনতে কত খরচ হবে দেখে নিন | Samsung Galaxy A26 5G India Price Leaked

Published on:

সুমন পাত্র, কলকাতা: Samsung এই মাসের মার্চে Galaxy A06 5G, Galaxy A26 5G, Galaxy A36 5G এবং Galaxy A56 5G স্মার্টফোন মডেলগুলি লঞ্চ করেছে। এর মধ্যে Galaxy A26 5G ছাড়া সমস্ত ডিভাইস ভারতীয় বাজারে উপলব্ধ। তবে শীঘ্রই ফোনটি এদেশে আসতে চলেছে। আজ ভারতে এই মোবাইলের সম্ভাব্য দাম অনলাইনে ফাঁস গেছে। আসুন স্যামসাংয়ের নয়া স্মার্টফোন কিনতে কত টাকা খরচ করতে হবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A26 5G এর ভারতীয় মূল্য (ফাঁস)

স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি এর দাম এক্স প্ল্যাটফর্মে শেয়ার করেছেন টিপস্টার অভিষেক যাদব। তার দাবি অনুযায়ী ভারতীয় বাজারে স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। উভয় ভ্যারিয়েন্টের দাম থাকবে যথাক্রমে ২৪,৯৯৯ টাকা এবং ২৭,৮৯৯ টাকা। যদিও স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ভারতে কবে লঞ্চ হবে তা টিপস্টার বলেননি।

READ MORE:  বাজার কাঁপাতে 200 মেগাপিক্সেল ক্যামেরার আল্ট্রা-স্লিম স্মার্টফোন আনছে Samsung

Samsung Galaxy A26 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। তাই এর স্পেসিফিকেশন আমাদের জানা।

ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, ১০৮০ x ২৩৫০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে।

প্রসেসর: এই স্যামসাং ফোনটি এক্সিনস ১৩৮০ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্সের জন্য আছে মালি জি৬৮ এমপি৫ জিপিইউ।

READ MORE:  অচল হয়ে যাবে Google Pay, PhonePe, ১ এপ্রিল থেকে এই মোবাইলগুলিতে কাজ করবে না UPI

ওএস: ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ (৬টি বড় অ্যান্ড্রয়েড আপডেট আসবে) কাস্টম স্কিনে চলবে।

ক্যামেরা: এই মোবাইলে ৫০ মেগাপিক্সেল (ওয়াইড) + ৮ মেডিকেল (আল্ট্রা-ওয়াইড) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো) সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামরা ইউনিট এবং সেলফি তোলার জন্য ১৩ মেগাপিক্সেল (ওয়াইড) ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

READ MORE:  Made In India: বিশ্বে দাপট 'মেড ইন ইন্ডিয়া' স্মার্টফোনের! খুশি হওয়ার সুযোগ দিল Apple, Samsung | Made In India Smartphone Shipments

অন্যান্য ফিচার: স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি মডেলে সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত। এটি আইপি৬৭ রেটিং আছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.