Samsung Galaxy A26 Design: নয়া ডিজাইন ও দুর্দান্ত ফিচার সহ Samsung Galaxy A26 বাজারে ঝড় তুলতে আসছে, দাম কত থাকবে | Samsung Galaxy A26 Launch Date
Samsung Galaxy A26 শীঘ্রই ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। আমাদের এমন উক্তির কারণ ফোনটির সাপোর্ট পেজ সংস্থার গ্লোবাল মার্কেটের ওয়েবসাইটে লাইভ হয়েছে। যদিও এখনও কোনও লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি, তবে সাপোর্ট পেজ লাইভ হওয়ার অর্থ Samsung Galaxy A26 এর বাজারে আসতে খুব বেশি দেরি নেই। আসুন স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং লাতিন আমেরিকায় স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গ্যালাক্সি এ২৬ এর সাপোর্ট পেজ লাইভ হয়েছে। ডিভাইসটির নাম যদিও উল্লেখ করা হয়নি, তবে মডেল নম্বর এসএম-এ২৬বি/ডিএস থাকায় নিশ্চিত হওয়া গেছে যে এটি স্যামসাং গ্যালাক্সি এ২৬ হবে। কারণ একই মডেল নম্বর সহ ফোনটি আগেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে।
যদিও সাপোর্ট পেজ থেকে হ্যান্ডসেটটি সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। কেবল অনুমান করা যাচ্ছে যে এটি শীঘ্রই বাজারে আসবে। সম্প্রতি একটি রিপোর্টেও বলা হয়েছে যে, স্যামসাং গ্যালাক্সি এ-সিরিজের অধীনে গ্যালাক্সি এ২৬, গ্যালাক্সি এ৩৬ এবং গ্যালাক্সি এ৫৬ চালু কয়েকমাসের মধ্যে লঞ্চ হতে চলেছে
ডিজাইন: রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ২৬ এর ক্যামেরা মডিউলটি কিছুটা আলাদা হবে। এর সামনে ওয়াটারড্রপ নচ দেখা যাবে এবং এটি গ্যালাক্সি এ২৫ এর মতো পলিকার্বোনেট বডি সহ আসবে।
প্রসেসর: গ্যালাক্সি এ২৬ ইন-হাউস Exynos 1280 প্রসেসরের সাথে আসবে। তবে কয়েকটি রিপোর্টে বলা হয়েছে যে এটি Galaxy S24 FE এর মতো Exynos 2400e চিপসেটের সাথে আসতে পারে।
ডিসপ্লে: গ্যালাক্সি এ২৬ ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটে ৬.৬৪/৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে। এটি গ্যালাক্সি এ২৫ এর চেয়ে সামান্য বড় হবে, যার ডিসপ্লে সাইজ ৬.৫ ইঞ্চি।
ব্যাটারি ও চার্জিং: এই স্মার্টফোনে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
অন্যান্য ফিচার: গ্যালাক্সি এ২৫ ফোনে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলবে। এটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
দাম: Samsung Galaxy A26 এর দাম Galaxy A25 এর কাছাকাছি হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ এর প্রারম্ভিক মূল্য থাকতে পারে ২৬,৯৯৯ টাকা।
প্রীতি পোদ্দার, কলকাতা: গত বছর ২২ মে কলকাতা হাই কোর্ট রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন অনেকেই দেখে। কিন্তু সেই স্বপ্ন…
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য এবার বড় ধাক্কা। এবার থেকে আইপিএল আর দেখা যাবে না বিনামূল্যে (Free…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ দেশজুড়ে ভোটার কার্ডের অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ উঠে আসছিল। এবার…
Vivo V সিরিজ চমৎকার ক্যামেরা এবং নজরকাড়া ডিজাইনের জন্য পরিচিত। এই লাইনআপের লেটেস্ট মডেল হিসাবে…
**রেলে অতিরিক্ত দাম নেওয়া বন্ধ, মেনু কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত** যাত্রী পরিষেবা উন্নত করতে কেন্দ্রীয়…
This website uses cookies.