লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Samsung galaxy A55 5G Cashback Offer: 9 হাজার টাকা দাম কমলো 50MP ট্রিপল ক্যামেরা ফোনের, Samsung Galaxy A55 5G কত দামে কেনা যাবে | Samsung galaxy A55 5G Price in India

Published on:

স্যামসাং মিড রেঞ্জে ভালোভালো ফোন বাজারে এনেছে। এরমধ্যে জনপ্রিয় Samsung Galaxy A55 5G। এই ডিভাইসটি এখন কম দামে পাওয়া যাচ্ছে। এর 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের উপর 20 শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ছাড়াও এখানে ক্যাশব্যাক অফার পাওয়া যাবে। ফিচারের কথা বললে, এতে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও 5000mAh ব্যাটারি।

Samsung Galaxy A55 5G এর ভারতে দাম

স্যামসাং গ্যালাক্সি A55 5G স্মার্টফোনের 8GB র‌্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন অ্যামাজনে 20 শতাংশ ডিসকাউন্টের পর 45,999 টাকার পরিবর্তে 36,999 টাকায় পাওয়া যাচ্ছে। এটি অওসাম নেভি ও অওসাম আইসব্লু কালারে এসেছে।

READ MORE:  এই Samsung ফোন ব্যবহারকারীদের মাথায় বাজ, অ্যান্ড্রয়েড ১৫ হতে যাচ্ছে শেষ আপডেট | Samsung Galaxy Smartphone Get Last Android 15 Update

Samsung Galaxy A55 5G এর উপর অফার

ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি A55 5G ফোনটি 1561 টাকা মাসিক কিস্তিতে কেনা যেতে পারে। আবার অ্যামাজন আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 1,107 টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার।

Samsung Galaxy A55 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি A55 5G ডিভাইসে আছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন 2340 x 1080 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস ব্যবহার করা হয়েছে। এটি 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যায়।

READ MORE:  লঞ্চের আগেই ফাঁস Motorola Edge 60 Fusion এর ছবি, থাকবে ট্রিপল ক্যামেরা

আরও পড়ুন: Samsung Galaxy A55 5G স্মার্টফোনে এল One UI 7.0 বিটা আপডেট

গ্যালাক্সি A55 5G স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50MP প্রাইমারি ‌সেন্সর, 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং 5MP ম্যাক্রো সেন্সর। আর সামনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

READ MORE:  Vivo X Fold 4 Camera: 50 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা সহ 6000mAh ব্যাটারি, এরপরও পাতলা হবে Vivo X Fold 4 | Vivo X Fold 4 Launch Timeline

পাওয়ার ব্যাকআপের জন্য গ্যালাক্সি A55 5G স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস 1480 প্রসেসর দেওয়া হয়েছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.