Samsung galaxy A55 5G Cashback Offer: 9 হাজার টাকা দাম কমলো 50MP ট্রিপল ক্যামেরা ফোনের, Samsung Galaxy A55 5G কত দামে কেনা যাবে | Samsung galaxy A55 5G Price in India
স্যামসাং মিড রেঞ্জে ভালোভালো ফোন বাজারে এনেছে। এরমধ্যে জনপ্রিয় Samsung Galaxy A55 5G। এই ডিভাইসটি এখন কম দামে পাওয়া যাচ্ছে। এর 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের উপর 20 শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ছাড়াও এখানে ক্যাশব্যাক অফার পাওয়া যাবে। ফিচারের কথা বললে, এতে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও 5000mAh ব্যাটারি।
স্যামসাং গ্যালাক্সি A55 5G স্মার্টফোনের 8GB র্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন অ্যামাজনে 20 শতাংশ ডিসকাউন্টের পর 45,999 টাকার পরিবর্তে 36,999 টাকায় পাওয়া যাচ্ছে। এটি অওসাম নেভি ও অওসাম আইসব্লু কালারে এসেছে।
ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি A55 5G ফোনটি 1561 টাকা মাসিক কিস্তিতে কেনা যেতে পারে। আবার অ্যামাজন আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 1,107 টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার।
স্যামসাং গ্যালাক্সি A55 5G ডিভাইসে আছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন 2340 x 1080 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস ব্যবহার করা হয়েছে। এটি 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যায়।
আরও পড়ুন: Samsung Galaxy A55 5G স্মার্টফোনে এল One UI 7.0 বিটা আপডেট
গ্যালাক্সি A55 5G স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50MP প্রাইমারি সেন্সর, 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং 5MP ম্যাক্রো সেন্সর। আর সামনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য গ্যালাক্সি A55 5G স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস 1480 প্রসেসর দেওয়া হয়েছে।
শ্বেতা মিত্র, কলকাতাঃ সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।…
শীঘ্রই বাজারে আসছে Oppo Find X8 Ultra। রিপোর্ট অনুযায়ী ফোনটি আগামী 10 এপ্রিল চীনে লঞ্চ…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ০৭ই এপ্রিল, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Xiaomi তিন বছর পর ফের S-সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এটি কোম্পানির কো-ফাউন্ডার লিন…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে যত দিন গড়াচ্ছে, তত বিদ্যুতের বিলের (Electricity Bill) খরচ বাড়ছে। এসি,…
দেশের এক নম্বর টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তার কোটি কোটি গ্রাহকের কথা মাথায় রেখে নিয়ে…
This website uses cookies.