আপনার বাজেট যদি ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে হয়, তাহলে Samsung Galaxy A55 5G কিনতে পারেন। ফোনটি এখন অ্যামাজন ইন্ডিয়ায় লোভনীয় অফারে পাওয়া যাচ্ছে। এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। তবে অ্যামাজনে এর সাথে ১,০০০ টাকার কুপন ডিসকাউন্ট এবং ৮৩৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।
সাথে রয়েছে এক্সচেঞ্জ অফারের সুবিধা। আপনি পুরোনো ফোন বদলে Samsung Galaxy A55 5G কিনতে চাইলে সর্বোচ্চ ২৬,২০০ টাকা ছাড় পেতে পারেন। তবে এই ডিসকাউন্ট ভ্যালু নির্ভর করবে আপনার পুরানো স্মার্টফোনের অবস্থা, ব্র্যান্ড ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
Samsung Galaxy A55 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ২৩৪০ x ১০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে এক্সিনস ১৪৮০ চিপসেট।
ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল হাই-রেজোলিউশন ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক স্যামসাং ওয়ান ইউআই ৬.১ কাস্টম স্কিনে চলে। সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এটি IP67 রেটিং সহ এসেছে।