Samsung Galaxy F05 Discount: Samsung এর ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন ৬ হাজার টাকার কমে হবে আপনার, আজই অফার শেষ | Smartphone 50MP Camera Under 6000
ফ্লিপকার্টে চলমান OMG সেলে গত বছর লঞ্চ হওয়া স্যামসাংয়ের একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন আরও কম দামে বিক্রি হচ্ছে। লঞ্চের পর থেকে সবচেয়ে সস্তায় কেনা যাবে এই ফোন। আমরা কথা বলছি স্টাইলিশ লেদার ডিজাইন ও দারুণ সব ফিচার সহ আসা Samsung Galaxy F05 সম্পর্কে। ডিভাইসটি ভারতে ৮,০০০ টাকার কমে লঞ্চ হলেও, এখন এটি ৬,০০০ টাকার কমে কিনে নেওয়া যাবে। তবে মনে রাখবেন ফ্লিপকার্ট ওএমজি সেল আজ রাতেই শেষ হচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি এফ০৫ এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৭,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে এই ফোনটি বর্তমানে ফ্লিপকার্টে ১,৫০০ টাকা সরাসরি ডিসকাউন্টে মাত্র ৬,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
এর সাথে আরও ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। যার জন্য ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। আবার পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এটি কিনলে ৪০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে এক্সচেঞ্জ ডিসকাউন্ট সম্পূর্ণ নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর। স্যামসাং গ্যালাক্সি এফ০৫ টোয়াইলাইট ব্লু কালারে এসেছে।
স্যামসাং গ্যালাক্সি এফ০৫ স্মার্টফোনে আছে চমৎকার ক্যামেরা। ডিভাইসটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ সহ এসেছে। এর অন্য ক্যামেরাটি হল ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ভালো পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি জি৮৫ প্রসেসর। আর র্যাম প্লাস ফিচারের মাধ্যমে এতে মোট ৮ জিবি পর্যন্ত র্যাম পাওয়া যাবে।
Samsung Galaxy F05 ফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি HD+ ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। এটি দুই বছরের ওএস আপগ্রেড এবং চার বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে।
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
This website uses cookies.