Samsung Galaxy F06 নাকি Moto G35, ক্যামেরা, পারফরম্যান্স ও ব্যাটারির দিক থেকে কোন ফোন এগিয়ে | Samsung Galaxy F06 vs Moto G35 Compare
নতুন ৫জি ফোন কিনতে চাইলে বাজারে রয়েছে দুটি ভালো বিকল্প Samsung Galaxy F06 এবং Moto G35। সাম্প্রতিক কালে ক্যামেরা, প্রসেসর-সহ একাধিক বিভাগে উন্নতি করেছে মোটোরোলা। তবে ছেড়ে দেওয়ার পাত্র নয় স্যামসাংও। বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোনের ক্ষেত্রে দারুন ফিচার রয়েছে Galaxy F06 মডেলে। এই দুই ফোনের মধ্যে সেরা কোনটা? আসুন জেনে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি এফ০৬ এর দাম শুরু ৯,৪৯৯ টাকা থেকে। এটি ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের মূল্য। অন্যদিকে, মোটোরোলা জি৩৫ এর দাম ৯,৯৯৯ টাকা থেকে শুরু।
স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি HD+LCD ডিসপ্লে, ৮০০ নিটস ব্রাইটনেস এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট। মোটোরোলা জি৩৫ এ মিলবে ৬.৭২ ইঞ্চি IPS LCD ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। পারফরম্যান্সের দিক থেকে, স্যামসাং মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, যা ৬ জিবি RAM সাপোর্ট করে। অন্যদিকে, মোটোরোলা হ্যান্ডসেটে উপস্থিত Unisoc T760 চিপ, যা ৪ জিবি RAM সাপোর্ট করে।
Galaxy F06 স্মার্টফোনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মূল ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। Moto G35 ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। স্যামসাংয়ের ফোনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং মোটোর ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
৫,০০০mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে Samsung Galaxy F06 স্মার্টফোনে। অন্যদিকে, ৫,০০০mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট রয়েছে Moto G35 ৫জি ডিভাইসে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ নয় মাস ধরে মহাকাশে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস…
হোলির মরসুমে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুসংবাদ। সরকার ঘোষণা করেছে যে, ষষ্ঠ বেতন কমিশনের…
শ্বেতা মিত্র, কলকাতা: বছর ঘুরলেই বাংলায় রয়েছে বিধানসভা ভোট। এরই মাঝে রাজ্য সরকারের কাছে অন্যতম…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ রঙের মরসুম শেষ। তবে ভারতের সোনার বাজারে তেমন কোন পরিবর্তন আসেনি। তবে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি অবসর ভেঙে ভারতীয় ফুটবল দলে ফিরেছেন সুপারস্টার ফুটবলার সুনীল ছেত্রী। ভারতীয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মনের মধ্যে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে,…
This website uses cookies.