Samsung Galaxy F16 5G Launched: ছয় বছর ধরে পাবেন অ্যান্ড্রয়েড আপডেট, খুব সস্তায় 5G ফোন লঞ্চ করে বাজিমাত Samsung-এর | Samsung Galaxy F16 5G Price India

Samsung Galaxy F16 5G চুপিচুপি ভারতে লঞ্চ হল। Galaxy F06-এর মতোই এন্ট্রি-লেভেল 5G সেগমেন্টকে লক্ষ্য করে ফোনটির আগমন ঘটেছে। স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে ডিভাইসটির স্পেসিফিকেশন ও ফিচার্স প্রকাশিত হয়েছে। অফার ধরে দাম মাত্র ১১,৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। বাজেট হ্যান্ডসেট হওয়া সত্ত্বেও, ৬ বছরের অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি। সাথে AMOLED ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপের মতো বৈশিষ্ট্য রয়েছে। চলুন Galaxy F16 5G-এর খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

READ MORE:  নতুন ক্যামেরা ডিজাইন সহ নজরকাড়বে Google Pixel 9a, থাকবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ওএস | Google Pixel 9a Specification

Samsung Galaxy F16 5G: স্পেসিফিকেশন ও ফিচার্স

স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ৫জি ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ১০৮০x ২৩৪০ পিক্সেল বা ফুল-এইচডি+, রিফ্রেশ রেট ৯০ হার্টজ, ও সর্বোচ্চ ব্রাইটনেস ৮০০ নিট। মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর আছে এই ফোনে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম এবং ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিন রান করে।

READ MORE:  ১৫ হাজার টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে Samsung, লঞ্চের আগেই ফাঁস হল ফিচার | Galaxy M16 5G Galaxy F16 5G India Launch Date

ফটোগ্রাফির জন্য, গ্যালাক্সি এফ১৬ ৫জি একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ক্যামেরা অফার করছে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য সামনের দিকে ১৩ মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

ভারতে Samsung Galaxy F16 5G-এর দাম

Galaxy F16 5G তিনটি মেমরি কনফিগারেশনে ভেরিয়েন্টে পাওয়া যাবে। ফ্লিপকার্ট নিশ্চিত করেছে যে, বেস মডেলটির দাম অফার ধরে ১১,৪৯৯ টাকা হবে। সেল ১৩ মার্চ অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে। অন্য দুই ভেরিয়েন্টের দাম এখনও জানা যায়নি। স্যামসাং ছয় বছর অর্থাৎ ২০৩১ সাল পর্যন্ত অ্যান্ড্রয়েড আপগ্রেড ও সিকিউরিটি আপডেট দেবে বলে নিশ্চিত করেছে।

READ MORE:  Xiaomi 15 Ultra-কে টক্কর দিতে আসছে Samsung Galaxy S25 Edge, কি কি ফিচার সহ কবে লঞ্চ হবে | Samsung Galaxy S25 Edge Launching in April 2025

Scroll to Top