লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Samsung Galaxy F16 5G Sale Price: ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার Samsung Galaxy F16 5G ফোনের সেল শুরু, ছয় বছর ধরে আসবে আপডেট

Published on:

Samsung সম্প্রতি এফ-সিরিজের বাজেট 5G মডেল Galaxy F16 5G লঞ্চ করেছিল। আজ বৃহস্পতিবার, ১৩ মার্চ বৃহস্পতিবার থেকে এই ডিভাইসের সেল শুরু হয়েছে। বাজেট রেঞ্জের এই ফোনে বড় অ্যামোলেড ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা আছে। আর Samsung Galaxy F16 5G ব্লিং ব্ল্যাক, গ্ল্যাম গ্রিন এবং ভাইবিয়িং ব্লু কালার অপশনে পাওয়া যাবে। আসুন সেলে এর দাম জেনে নেওয়া যাক।

Samsung Galaxy F16 5G এর দাম ও সেল অফার

স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ৫জি এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৫,৪৯৯ টাকা। স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ডিভাইসটি। সেলে ব্যাঙ্ক অফারের সুবিধা নিয়ে ১,০০০ টাকা স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ৫জি এর দাম কমানো যাবে।

READ MORE:  Samsung Galaxy Tab S10 FE Plus Launched: বিশাল ডিসপ্লে, AI ফিচার্স ও 10,090mAh ব্যাটারির সমন্বয়ে নতুন ট্যাব আনল স্যামসাং | Samsung Galaxy Tab S10 FE Price

Samsung Galaxy F16 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ৫জি ফোনে বড় ৬.৭-ইঞ্চি HD+ সুপার AMOLED ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১০৮০x২৩৪০ পিক্সেল রেজোলিউশন অফার করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ডিভাইসের স্টোরেজ বাড়ানো যাবে।

READ MORE:  Flipkart OMG Sale: ফের সস্তা হল বেস্ট সেলিং সেলফি ক্যামেরার Motorola ফোন, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অফার | Motorola G85 5G Discount

Samsung Galaxy F16 5G ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিন আছে। ডিভাইসটি ছয় বছরের জন্য আপডেট পাবে। ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

READ MORE:  Samsung Galaxy A26-এর রেন্ডার ফাঁস, থাকবে 5000mah ব্যাটারি ও 120hz স্ক্রিন | Samsung Galaxy A26 Leaked Render Reveals

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.