Samsung Galaxy Flip 6 Discount: ১১ হাজার টাকা ডিসকাউন্টের সাথে এক্সট্রা ক্যাশব্যাক, Samsung Galaxy S24 ও Galaxy Z Flip 6 বিরাট সস্তায় | Samsung Galaxy S24 Offer

স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ফোন সস্তায় কিনতে চাইলে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ঢুঁ মারুন। এই ওয়েবসাইটে আপনি ১০,০০০ টাকা ছাড়ে Samsung Galaxy S24 এবং ১১,০০০ টাকা ছাড়ে Galaxy Z Flip 6 কিনতে পারবেন। এই ফোনগুলির সাথে মোটা অঙ্কের ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে। সাথে রয়েছে এক্সচেঞ্জ বোনাসের সুবিধা।

তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে Samsung Galaxy S24 ও Galaxy Z Flip 6 এর সাথে পাওয়া ছাড় আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির বিনিময় পলিসির উপর নির্ভর করবে। চলুন স্যামসাং ডিভাইসগুলির সাথে কি কি ডিল দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক।

READ MORE:  Samsung Galaxy S25 Ultra কিনলে ঠকবেন? ক্রেতাদের অসন্তোষের মুখে কোম্পানি

Samsung Galaxy S24

স্যামসাং গ্যালাক্সি এস২৪ এর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭০,৯৯৯ টাকা। তবে স্যামসাংয়ের ওয়েবসাইট থেকে এটি ১০,০০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। এই ছাড় পেতে আপনাকে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে। আবার অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডহোল্ডারদের দেওয়া হবে ১০ শতাংশ ক্যাশব্যাক। এক্সচেঞ্জ অফারে, আরও ১০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে।

READ MORE:  Xiaomi 15 Features: মার্চের শুরুতেই জোড়া ধামাকা, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ Xiaomi 15 ও Xiaomi 15 Ultra এই তারিখে লঞ্চ হচ্ছে | Xiaomi 15 Ultra Launch Date in India

তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট একসাথে পাওয়া যাবে না। ফিচারের কথা বললে, Galaxy S24 মডেলে সম্পূর্ণ HD+ রেজোলিউশন ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Samsung Galaxy Z Flip 6

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ডিভাইসের ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০৯,৯৯৯ টাকা। তবে আপনি যদি এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে ফোনটি কেনেন, তাহলে ১১,০০০ টাকা ছাড় পাবেন। আবার ১০ শতাংশ ক্যাশব্যাক পেতে স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।

READ MORE:  Redmi থেকে Motorola, Infinix থেকে Poco, ১০ হাজার টাকার কমে সেরা স্মার্টফোন

শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারে ১১ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ফিচারের কথা বললে, এই স্মার্টফোনে ২৬৪০x১০৮০ পিক্সেল রেজোলিউশন সহ HD+ প্রাইমারি ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য, এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে সেলফির জন্য পাওয়া যাবে ১০ মেগাপিক্সেল ক্যামেরা। এর ব্যাটারি ক্যাপাসিটি ৪০০০ এমএএইচ।

Scroll to Top