Samsung Galaxy M16 5G এবং Galaxy M06 5G সমস্থ জল্পনার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হয়ে গেল। দুটি স্মার্টফোনেই Android 15 অপারেটিং সিস্টেম, MediaTek Dimensity 6300 চিপসেট, ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। Galaxy M16 5G-তে ট্রিপল রিয়ার ক্যামেরা ও Galaxy M06 5G-তে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে। Galaxy M16 5G ছয় বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড ও সিকিউরিটি প্যাচ পাবে বলে নিশ্চিত করা হয়েছে।
ভারতে Samsung Galaxy M16 5G, Galaxy M06 5G এর দাম
স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি এর দাম ১১,৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে যা ৪ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম। ফোনটি ৬ জিবি র্যাম + ৮ জিবি র্যাম ভেরিয়েন্টেও উপলব্ধ। মূল্য যথাক্রমে ১২,৯৯৯ টাকা এবং ১৪,৪৯৯ টাকা। ১,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট ধরে এই দাম। এটি ব্লাশ পিঙ্ক, মিন্ট গ্রিন এবং থান্ডার ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে ও ৫ই মার্চ থেকে বিক্রি শুরু হবে।
অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি-এর ৪ জিবি + ১২৮ জিবি এবং ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ৯,৪৯৯ টাকা ও ১০,৯৯৯ টাকা (৫০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট ধরে)। এটি ব্লেজিং ব্ল্যাক এবং সেজ গ্রিন রঙে পাওয়া যাচ্ছে। বিক্রি ৭ মার্চ থেকে শুরু হবে। নতুন হ্যান্ডসেটগুলি আমাজন থেকে কেনা যাবে।
Samsung Galaxy M16 5G: স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি-তে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ফুল-এইচডি+ ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ১.৫ টিবি পর্যন্ত মাইক্রোএসডি সাপোর্ট, ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, সামনে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম নির্ভর ওয়ানইউআই ৬.০, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ২৫ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট রয়েছে।
Samsung Galaxy M06 5G: স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি স্মার্টফোনে পাওয়া যাবে ৮০০ নিট ব্রাইটনেস সহ এইচডি+ ৬.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ১ টিবি পর্যন্ত মাইক্রোএসডি সাপোর্ট, ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ ক্যামেরা, সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াট ফাস্ট চার্জে, এবং চার বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড ও সিকিউরিটি প্যাচ।