Samsung Galaxy M16 5G M06 5G Launched: Samsung দুটি চমৎকার 5G স্মার্টফোন লঞ্চ করল, দাম মাত্র 9499 টাকা থেকে শুরু হচ্ছে | Samsung Galaxy M16 5G M06 5G

Samsung Galaxy M16 5G এবং Galaxy M06 5G সমস্থ জল্পনার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হয়ে গেল। দুটি স্মার্টফোনেই Android 15 অপারেটিং সিস্টেম, MediaTek Dimensity 6300 চিপসেট, ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। Galaxy M16 5G-তে ট্রিপল রিয়ার ক্যামেরা ও Galaxy M06 5G-তে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে। Galaxy M16 5G ছয় বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড ও সিকিউরিটি প্যাচ পাবে বলে নিশ্চিত করা হয়েছে।

ভারতে Samsung Galaxy M16 5G, Galaxy M06 5G এর দাম

স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি এর দাম ১১,৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে যা ৪ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম। ফোনটি ৬ জিবি র‍্যাম + ৮ জিবি র‍্যাম ভেরিয়েন্টেও উপলব্ধ। মূল্য যথাক্রমে ১২,৯৯৯ টাকা এবং ১৪,৪৯৯ টাকা। ১,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট ধরে এই দাম। এটি ব্লাশ পিঙ্ক, মিন্ট গ্রিন এবং থান্ডার ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে ও ৫ই মার্চ থেকে বিক্রি শুরু হবে।

READ MORE:  অপেক্ষা শেষ! Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra এর সেল শুরু হবে এই দিন থেকে, দেখুন ফিচার

অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি-এর ৪ জিবি + ১২৮ জিবি এবং ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ৯,৪৯৯ টাকা ও ১০,৯৯৯ টাকা (৫০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট ধরে)। এটি ব্লেজিং ব্ল্যাক এবং সেজ গ্রিন রঙে পাওয়া যাচ্ছে। বিক্রি ৭ মার্চ থেকে শুরু হবে। নতুন হ্যান্ডসেটগুলি আমাজন থেকে কেনা যাবে।

Samsung Galaxy M16 5G: স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি-তে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ফুল-এইচডি+ ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ১.৫ টিবি পর্যন্ত মাইক্রোএসডি সাপোর্ট, ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, সামনে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম নির্ভর ওয়ানইউআই ৬.০, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ২৫ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট রয়েছে।

READ MORE:  Samsung Galaxy A55 5G Discount: ২০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার Samsung Galaxy A55 5G স্মার্টফোন | Samsung Galaxy A55 5G Price Cut

Samsung Galaxy M06 5G: স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি স্মার্টফোনে পাওয়া যাবে ৮০০ নিট ব্রাইটনেস সহ এইচডি+ ৬.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ১ টিবি পর্যন্ত মাইক্রোএসডি সাপোর্ট, ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ ক্যামেরা, সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াট ফাস্ট চার্জে, এবং চার বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড ও সিকিউরিটি প্যাচ।

READ MORE:  ফোন হয়ে যাবে কম্প্যাক্ট ক্যামেরা, Infinix আনছে Zero সিরিজ মিনি ট্রাই-ফোল্ড স্মার্টফোন | Infinix Zero Series Mini Tri-Fold Concept Smartphone Unveiled

Scroll to Top