লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Samsung Galaxy S23: হাফ দামে মিলছে Samsung Galaxy S23! বিরাট অফার ফ্লিপকার্ট, অ্যামাজনে | Amazon, Flipkart Offer

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: ফ্ল্যাগশিপ ফোন প্রেমীদের জন্য বিরাট সুখবর। Samsung Galaxy S23 Ultra এবার অর্ধেক দমে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং শক্তিশালী AI ফিচার সমৃদ্ধ এই ফোনটি বাজারে আসার সময় দাম ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে। আর এখন Flipkart ও Amazon-এ জবরদস্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ফোনটিতে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কেন দাম কমল?

Samsung Galaxy S25 Ultra লঞ্চ হওয়ার পর তারা পুরনো মডেল S23 Ultra-র স্টক ক্লিয়ার করতে চাইছে। আর এই কারণেই মিলছে বাম্পার সব ডিসকাউন্ট। এই ফোনটি লঞ্চের সময় প্রাইস ছিল 1,49,999/- টাকা। জানলে অবাক হবেন, এখন 43% ছাড় দিয়ে ফোনটির দাম দাঁড়িয়েছে মাত্র 84,999/- টাকা। শুধু তাই নয়, সঙ্গে অতিরিক্ত 5% ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ মোট 48% ছাড় মিলছে।

READ MORE:  Smartphone Hub: ট্রাম্পের শুল্কনীতিতে হবে লাভ! এবার ভারতেই তৈরি হবে স্মার্টফোন হাব | India Will Became Smartphone Hub

কোথা থেকে পাবেন ফোনটি?

ফোনটি Flipkart ও Amazon উভয় প্ল্যাটফর্ম থেকেই কিনতে পারবেন। Flipkart থেকে যদি 12GB RAM + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মডেলটি কিনতে চান, তাহলে প্রায় 50 হাজার টাকা ছাড় পাবেন। তবে Amazon-এ এই ফোনটি কিনতে চাইলে 27,350/- টাকা পর্যন্ত ছাড় পাবেন। জানিয়ে রাখি, 12GB RAM + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টটির লঞ্চের সময় দাম ছিল 1,61,999/- টাকা। আর এখন সেই ফোন মিলছে মাত্র 1,11,000/- হাজার টাকায়।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

তাক লাগানো ফিচারস এবং পারফরম্যান্স

প্রথমেই কথা বলি ফোনটির ডিসপ্লে সম্পর্কে। ফোনটিতে রয়েছে 6.81 ইঞ্চির 2X Dynamic AMOLED স্ক্রীন। পাওয়া যাবে 120Hz LTPO রিফ্রেশ রেট। শুধু তাই নয়, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাওয়া যাচ্ছে এই ফোনটিতে।

READ MORE:  প্রথম সেলে সবচেয়ে কম দামে Samsung Galaxy F06 5G, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | Samsung Galaxy F06 5G First Sale Today in India

প্রসেসর নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে পাওয়া যাবে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর, যা গেমিং অভিজ্ঞতাকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবে। সব থেকে বড় ব্যাপার, এই ফোনটিতে সর্বোচ্চ 12GB RAM ও 1TB স্টোরেজ সাপোর্ট করে।

এবার আসা যাক ব্যাটারি এবং চার্জিং সম্পর্কে। ফোনটিতে থাকছে 5000mAh এর ব্যাটারি। সাথে মিলছে 45W ফাস্ট চার্জিং। শুধু তাই নয়, এই চার্জারটি ওয়্যারড এবং ওয়্যারলেস উভয় ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে।

সফটওয়্যার নিয়ে যদি আলোচনা করি, তাহলে ফোনটিতে Android 13 বেসড OneUI 5 সফটওয়্যার রয়েছে। ভবিষ্যতে লেটেস্ট OS-এ আপগ্রেড করারও সুবিধা থাকবে। এছাড়া থাকছে S-Pen সাপোর্ট।

ক্যামেরার ফিচার জানলে চমক লাগবে

Samsung Galaxy S23 Ultra ফোনটি ক্যামেরার জন্যই মূলত জনপ্রিয়। এই ফোনটিতে রিয়ার ক্যামেরা হিসাবে রয়েছে 200MP একটি প্রাইমারি ক্যামেরা, যেটিতে OIS যুক্ত থাকছে। সাথে 10MP + 12MP + 10MP অতিরিক্ত তিনটি ক্যামেরা থাকছে। সেলফি ক্যামেরা হিসাবে রয়েছে 12MP এর ফ্রন্ট ক্যামেরা। যেটি ভিডিও কল এবং সেলফির জন্য দারুণ পারফরম্যান্স দেবে।

READ MORE:  মধ্যবিত্তের জন্য সুখবর, আগামী মাসের মধ্যেই এতটা সস্তা হতে পারে রান্নার তেলের দাম

কেন এই ফোনটি সেরা ডিল?

যদি আপনি ফ্ল্যাগশিপ ক্যামেরা এবং পারফরম্যান্স চান, তাহলে Samsung Galaxy S23 Ultra হতে পারে আপনার জন্য নিঃসন্দেহে সেরা বিকল্প। বর্তমান বাজারে এরকম ফিচার এবং ব্র্যান্ডভ্যালু সমৃদ্ধ ফোন এত কম দামে পাওয়া খুবই দুষ্কর। তাই যারা S23 কেনার কথা ভাবছিলেন, তাদের জন্য এটি গোল্ডেন চান্স। সুতরাং, সময় থাকতেই অফারকে লুফে নিন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.