লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Samsung Galaxy S23 Ultra: অর্ধেক দামে মিলছে S23 Ultra! ফ্লিপকার্ট দিচ্ছে ৪৮% ছাড় | Flipkart Offer

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি যদি কম খরচে প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা মাথায় আনেন, তাহলে এবার সেই সুযোগ এনে দিয়েছে Flipkart। হ্যাঁ, Samsung-এর সবথেকে জনপ্রিয় ফ্ল্যাগশিপ ফোন Galaxy S23 Ultra-র দাম একেবারে তলানিতে ঠেকেছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

জানা যাচ্ছে, প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে এই ফোনটি। নতুন মডেল আসার পরেই এই ফোনেটিতে পাওয়া যাচ্ছে 48% পর্যন্ত ছাড়। তাই যারা এই ফোনটি কেনার সুযোগ খুঁজছিলেন, তাদের জন্য হতে পারে এটি সুবর্ণ সুযোগ।

কত টাকা দাম কমলো?

সূত্র বলছে, Samsung Galaxy S23 Ultra এর 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট ফোনটির আসল দাম ছিল 1,49,999 টাকা। আর এখন Flipkart-এ ফোনটি ছাড় দিয়ে মিলছে মাত্র 73,999 টাকায়। অর্থাৎ, একধাক্কায় 48% ছাড় পাওয়া যাচ্ছে এই ফোনটিতে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শুধু এখানেই শেষ নয়। ব্যাঙ্ক অফারেও অতিরিক্ত ছাড় মিলছে। Flipkart Axis Bank কার্ড দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত 5% ক্যাশব্যাক মিলবে। IDFC Bank কার্ড দিয়ে পেমেন্ট করলে 750 টাকা ছাড় মিলছে এবং EMI দিয়ে পেমেন্ট করলে 2708 টাকা থেকে অফার শুরু হচ্ছে।

READ MORE:  পুরনো ফোন চলবে পুরো নতুনের মতো, এই 5 টিপস মানলে নতুন ফোন কেনার টাকা বাঁচবে

ফিচার এবং স্পেসিফিকেশন

Galaxy S23 Ultra শুধুমাত্র দামের দিক থেকে নয়, বরং ফিচার দিয়ে এখনও বাজার কাপাচ্ছে। প্রথমত, এই ফোনটিতে 6.8 ইঞ্চি QHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে থাকছে। এমনকি ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। পাশাপাশি 1200 নিটস পিক ব্রাইটনেস ফিচার দেওয়া থাকছে। প্রসেসর নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর দেওয়া রয়েছে, যা গেমিং অভিজ্ঞতাকে আরো অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

READ MORE:  Aadhaar Update: ৫ ও ১৫ বছর বয়সে আধার আপডেট করা কেন জরুরি? না করলে কী সমস্যায় পড়তে পারেন, জেনে নিন

এবার আসি ক্যামেরার কথায়। ফোনটিতে থাকছে 200MP এর একটি প্রাইমারি ক্যামেরা এবং 12MP এর সেলফি ক্যামেরা। ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে 5000mAh ব্যাটারি থাকবে, এমনকি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি সুরক্ষার দিক থেকে Gorilla Glass Victus 2 প্রটেকশন দেওয়া রয়েছে। এমনকি ফোনটিতে আধুনিক AI ফিচার যুক্ত করা রয়েছে, যা ফটোগ্রাফি পারফরম্যান্সকে আরও অনন্য জায়গায় নিয়ে যাবে।

READ MORE:  Gold And Silver Price Today: মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে কমল সোনা ও রুপোর দাম, দেখে নিন আজকের নয়া রেট | APR 21 Gold, Silver Price

দাম এবং ফিচারের দিক থেকে Galaxy S23 Ultra এখন সত্যিই সেরা বিকল্প। তাই যদি আপনি এই ফোনটি কেনার কথা ভেবে থাকেন, তাহলে অবশ্যই Flipkart-র এই অফারটিকে লুফে নিন।

 

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.