Samsung Galaxy S24 Ultra: বাম্পার সুযোগ, জলের দরে Samsung Galaxy S24 Ultra স্মার্টফোন, পুরো ৫৭ হাজার টাকা ডিসকাউন্ট | Samsung Galaxy S24 Ultra Discount Offer
চলতি বছর লঞ্চ হয়েছে Samsung Galaxy S25 সিরিজ। নতুন স্মার্টফোন সিরিজ আসার ফলে পুরনো সিরিজে বেশ ভালো ছাড় পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে Samsung Galaxy S24 Ultra স্মার্টফোনের উপর প্রায় ১৮% ছাড় দেওয়া হয়েছে। যার ফলে এটির দাম নেমে এসেছে ৯৯,৭৭০ টাকায়। এর সঙ্গে রয়েছে আরও একাধিক অফার, যা যোগ করে অত্যন্ত কম দামে কিনতে পারবেন এই Ai স্মার্টফোনটি।
ই-কমার্স সাইট Amazon এ রয়েছে এই অফার। ছাড়ের পাশাপাশি, ক্রেতারা বিভিন্ন অফার এবং ডিলের মাধ্যমে তাদের সঞ্চয় আরও বাড়াতে পারবেন। Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহার করে Samsung Galaxy S24 Ultra ৫জি (১২ জিবি + ২৫৬ জিবি) কিনলে গ্রাহকরা ৪,৯৮৮ টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন।
তাছাড়া, যারা তাদের পুরানো ডিভাইসগুলি বিক্রি করতে চান তারাও একটি দারুন এক্সচেঞ্জ অফারের সুবিধা পেতে পারেন। উদাহরণস্বরূপ, কেউ যদি iPhone 15 Plus (৫১২ জিবি) এক্সচেঞ্জ করেন তাহলে ৪৩ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবে। তবে এই ছাড় নির্ভর করবে পুরনো ফোনের অবস্থার উপর।
এই সম্মিলিত অফারগুলির মাধ্যমে, Samsung Galaxy S24 Ultra এর চূড়ান্ত দাম ৫১,৭৮২ টাকা পর্যন্ত কমানো যেতে পারে, যা এটিকে প্রিমিয়াম স্মার্টফোন ক্রেতাদের জন্য একটি আকর্ষণীয় অফার করে তোলে।
এই স্মার্টফোনে যা যা ফিচার পাবেন –
ফ্ল্যাট ডিসপ্লে, ম্যাট ফিনিশ
৬.৮ ইঞ্চি ডিসপ্লে
১২০ হার্টজ রিফ্রেশ রেট
Snapdragon ৮ জেন ৩ প্রসেসর
২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
৫০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা
১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা
১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
৫,০০০mAh ব্যাটারি
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং
অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসেই কার্যত কাঠফাটা গরম পড়তে শুরু করেছে। সামনে আবার এপ্রিল, মে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গোটা বিশ্ব যখন টেকসই এবং নির্ভরযোগ্য শক্তির সন্ধানে ব্যস্ত, তখনই বাজারে এল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক ইন্ডাসিন্ড ব্যাংকের (IndusInd Bank) হিসাবের খাতা থেকে…
বর্তমান সময়ে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্রের জন্য নয়, বরং এটি সরকারি ও বেসরকারি বিভিন্ন পরিষেবা…
আপনি যদি ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে নতুন Samsung ফোন কেনার কথা ভেবে থাকেন,…
ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে…
This website uses cookies.