Samsung Galaxy S24 Ultra Price: অবিশ্বাস্য অফার, ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Samsung Galaxy S24 Ultra এত সস্তায় | Samsung Galaxy S24 Ultra Discount
Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহার করে Samsung Galaxy S24 Ultra (১২ জিবি + ২৫৬ জিবি) কিনলে গ্রাহকরা ৪,৯৪৯ টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন।
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: গতবছর বছর লঞ্চ হওয়া স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম সেরা মডেল Samsung Galaxy S24 Ultra। এই ৫জি ফোন এবার প্রচুর কম দামে পাওয়া যাচ্ছে ই কমার্স সাইট অ্যামাজনে। এই মুহূর্তে ২৭% ছাড়ের সঙ্গে তালিকাভুক্ত আছে স্মার্টফোনটি। যারপর এর দাম রাখা হয়েছে ৯৮,৯৯৯ টাকা। তবে অন্যান্য অফারের সাহায্যে দাম আরও কমানো যেতে পারে।
দাম তো কমেছে, এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা পেতে পারেন এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক অফারের সাথে। Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহার করে এটি (১২ জিবি + ২৫৬ জিবি) কিনলে ৪,৯৪৯ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।
অন্যদিকে, যারা পুরানো ফোন আপগ্রেড করার কথা ভাবছেন, তারা এক্সচেঞ্জ অফারের মাধ্যমে অতিরিক্ত সাশ্রয় করতে পারবেন। উদাহরণস্বরূপ, ভালো অবস্থায় থাকা একটি আইফোন ১৫ প্লাস (৫১২ জিবি) বিনিময় করলে ৪৩,৯০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
ক্রেতারা অ্যামাজনের ওয়েবসাইটে তাদের এলাকার পিন কোড দিয়ে এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য তাদের যোগ্যতা যাচাই করতে পারবেন। এই সমস্ত অফারের ফলে Samsung Galaxy S24 Ultra এর কার্যকর মূল্য দাঁড়াতে পারে ৫০,১৫০ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা মডেলে ৬.৮ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে আছে, যার চারপাশে রয়েছে সরু বেজেল। এতে ২৬০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা এবং গরিলা গ্লাস আর্মার সুরক্ষা পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ মোবাইল প্ল্যাটফর্ম উপস্থিত। যেখানে গ্যালাক্সি এআই স্যুটের মাধ্যমে উন্নত এআই বৈশিষ্ট্যগুলি মিলবে।
ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ৫x অপটিক্যাল জুম এবং OIS সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড ক্যামেরা, OIS সহ ১০ মেগাপিক্সেল ৩x টেলিফটো ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। সেলফির জন্য মজুত ডুয়েল-পিক্সেল ১২ মেগাপিক্সেল সেন্সর।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা ইন্ডিয়ান সুপার লিগে গোছানো ফুটবল খেলে লিগ শিল্ড নিশ্চিত করেছে হোসে…
বর্তমানে ভারতের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দামি প্রিপেইড এবং পোস্টপেইড মোবাইল প্ল্যান। পেট্রোল ডিজেলের…
শ্বেতা মিত্র, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে এবার ফুঁসে উঠলেন রেশন ডিলাররা। যার ফলে এবার দেশজুড়ে…
আর ঘন্টার পর ঘণ্টায় লাইনে দাঁড়িয়ে হাপিত্যেশ করতে হবে না। এবার বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান সুপার লিগ এখনও শেষ হয়নি, তার আগেই ভুল ত্রুটি শুধরে…
আজকের দিনে স্মার্টফোন (Mobile Phone) আমাদের জীবনের সবথেকে অবিচ্ছেদ্য এক অংশ। ঘুম থেকে ওঠার পর…
This website uses cookies.