Samsung Galaxy S25 ফোনের সস্তা ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হচ্ছে, দাম কত

সম্প্রতি ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে Samsung Galaxy S25 সিরিজ। এই সিরিজের স্যামসাং গ্যালাক্সি এস২৫ মডেলটি ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। তবে আজ sammyfans.com তাদের রিপোর্টে জানিয়েছে যে, শীঘ্রই এই স্মার্টফোনের ১২৮ জিবি ভ্যারিয়েন্ট ভারতে পাওয়া যাবে। উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি থেকে Samsung Galaxy S25 এর বিক্রি শুরু হলেও, ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাচ্ছে না।

এদিকে 91mobiles এর রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ৭৪,৯৯৯ টাকা। এই ভ্যারিয়েন্টটি অফলাইনেও পাওয়া যাবে। আশা করা যায় ‌কিছুদিনের মধ্যে এই ভ্যারিয়েন্টের প্রি-অর্ডার শুরু হবে। যদি নতুন ১২৮ জিবি মেমোরি ভ্যারিয়েন্ট আসে তাহলে ক্রেতারা নতুন স্যামসাং ফ্ল্যাগশিপ ফোনটি আরও কম দামে কেনার সুযোগ পাবেন।

READ MORE:  Samsung-এর ইতিহাসে বিক্রির সমস্ত রেকর্ড ভেঙে তছনছ করল Galaxy S25 সিরিজ! | Samsung Galaxy S25 Breaks Sales Record

Samsung Galaxy S25 এর তিনটি ভ্যারিয়েন্টের দাম

১২ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ৭৪,৯৯৯ টাকা
১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৮০,৯৯৯ টাকা
১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৯২,৯৯৯ টাকা

এই প্রতিবেদন লেখার সময়, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখনও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়নি। স্যামসাং গ্যালাক্সি এস২৫ ৫জি নেভি, আইসিব্লু, সিলভার শ্যাডো, ব্লুব্ল্যাক, কোরালরেড এবং পিঙ্কগোল্ড কালার অপশনে এসেছে।

READ MORE:  দাম কমলো সমস্ত আইফোনের, Flipkart Big Saving Days সেলে বিরাট সস্তায় iPhone 13 থেকে iPhone 16

স্যামসাং গ্যালাক্সি এস২৫ ফিচার ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২৫ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর দ্বারা চালিত। এই স্মার্টফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরাগুলি ৫০ মেগাপিক্সেল ওআইএস প্রাইমারি ক্যামেরা, সুপার নাইট মোডসহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৩এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই স্মার্টফোনে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

READ MORE:  OnePlus 13 Mini Battery: ছোট পাটাকা বড় ধামাকা! OnePlus 13 Mini স্মার্টফোনে থাকবে ৬০০০mAh ব্যাটারি | OnePlus 13 Mini Launch Date

Samsung Galaxy S25 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৪,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

Scroll to Top