Samsung Galaxy S25 Edge Price: ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে পাতলা স্মার্টফোন, Samsung Galaxy S25 Edge পেল BIS থেকে অনুমোদন | Samsung Galaxy S25 Edge Spotted Bis Certification

Samsung Galaxy S25 Edge আগামী ১৬ এপ্রিল বিশ্ব বাজারে লঞ্চ হবে, আর এর সেল শুরু হবে ২০২৫ সালের মে মাস থেকে। যদিও এর লঞ্চের তারিখ এখনও সংস্থার তরফে জানানো হয়নি, তবে তার আগে এখন ভারতের BIS সার্টিফিকেশন সাইট ডিভাইসটি উপস্থিত হয়েছে, যা ডিভাইটির শীঘ্রই ভারতে আগমনের বিষয় নিশ্চিত করে। এছাড়া Samsung Galaxy S25 Edge এর ফিচার ও দাম সামনে এসেছে।

Samsung Galaxy S25 Edge অতিসত্বর ভারতে লঞ্চ হবে

স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ ডিভাইসটি এসএম-এস৯৩৭বি/ডিএস মডেল নম্বরের সাথে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস থেকে ছাড়পত্র পেয়েছে। ওয়েবসাইটে ডিভাইসটির নাম উল্লেখ না থাকলেও, মডেল নম্বর থেকে বোঝা যাচ্ছে এটি গ্যালাক্সি এস২৫ এজ। আশা করা হচ্ছে গ্লোবাল মার্কেটর পাশাপাশি ভারতেও একই দিনে ডিভাইসটি আসবে।

READ MORE:  অসাধারন ক্যামেরা সহ ডুয়েল স্ক্রিন, সীমিত সময়ের জন্য ৪০০০ টাকা দাম কমলো Lava Agni 3 5G ফোনের | Lava Agni 3 5G Discount Price

Samsung Galaxy S25 Edge এর ফিচার (সম্ভাব্য)

ডিজাইনের দিক থেকে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ মডেলে ফ্ল্যাট এজ এবং নতুন রিয়ার ক্যামেরা আইল্যান্ড থাকবে বলে আশা করা হচ্ছে যা একে গ্যালাক্সি এস২৫ লাইনআপের অন্যান্য মডেল থেকে আলাদা করবে। এর পিছনের ডিজাইন আইফোন ১৬ এর মতো। এতে ৬.৬৫-ইঞ্চি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন এবং ২৬০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এটি ১২ জিবি র‌্যাম ও স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ আসতে পারে।

READ MORE:  Samsung-এর ইতিহাসে বিক্রির সমস্ত রেকর্ড ভেঙে তছনছ করল Galaxy S25 সিরিজ! | Samsung Galaxy S25 Breaks Sales Record

ক্যামেরার কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ ফোনে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে। এছাড়াও, এই ডিভাইসে ২৫ ওয়াট চার্জিং সহ ৩৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। হ্যান্ডসেটটি ৫.৮৪ মিমি পুরু হবে। এটি বাজারের সবচেয়ে পাতলা ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির মধ্যে একটি হবে। গ্যালাক্সি এস২৫ এজ হালকা নীল, কালো এবং সোনালি রঙে পাওয়া যাবে।

READ MORE:  প্রথম সেলে সবচেয়ে কম দামে Samsung Galaxy F06 5G, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | Samsung Galaxy F06 5G First Sale Today in India

Samsung Galaxy S25 Edge এর দাম (ফাঁস)

টিপস্টার আইস ইউনিভার্সের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী Galaxy S25 Edge-এর দাম Galaxy S25 Plus এর সমান হবে, অর্থাৎ এর মূল্য ৯৯,৯৯৯ টাকা রাখা হবে।

Scroll to Top