Samsung Galaxy S25 Edge Price: ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে পাতলা স্মার্টফোন, Samsung Galaxy S25 Edge পেল BIS থেকে অনুমোদন | Samsung Galaxy S25 Edge Spotted Bis Certification
Samsung Galaxy S25 Edge আগামী ১৬ এপ্রিল বিশ্ব বাজারে লঞ্চ হবে, আর এর সেল শুরু হবে ২০২৫ সালের মে মাস থেকে। যদিও এর লঞ্চের তারিখ এখনও সংস্থার তরফে জানানো হয়নি, তবে তার আগে এখন ভারতের BIS সার্টিফিকেশন সাইট ডিভাইসটি উপস্থিত হয়েছে, যা ডিভাইটির শীঘ্রই ভারতে আগমনের বিষয় নিশ্চিত করে। এছাড়া Samsung Galaxy S25 Edge এর ফিচার ও দাম সামনে এসেছে।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ ডিভাইসটি এসএম-এস৯৩৭বি/ডিএস মডেল নম্বরের সাথে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস থেকে ছাড়পত্র পেয়েছে। ওয়েবসাইটে ডিভাইসটির নাম উল্লেখ না থাকলেও, মডেল নম্বর থেকে বোঝা যাচ্ছে এটি গ্যালাক্সি এস২৫ এজ। আশা করা হচ্ছে গ্লোবাল মার্কেটর পাশাপাশি ভারতেও একই দিনে ডিভাইসটি আসবে।
ডিজাইনের দিক থেকে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ মডেলে ফ্ল্যাট এজ এবং নতুন রিয়ার ক্যামেরা আইল্যান্ড থাকবে বলে আশা করা হচ্ছে যা একে গ্যালাক্সি এস২৫ লাইনআপের অন্যান্য মডেল থেকে আলাদা করবে। এর পিছনের ডিজাইন আইফোন ১৬ এর মতো। এতে ৬.৬৫-ইঞ্চি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন এবং ২৬০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এটি ১২ জিবি র্যাম ও স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ আসতে পারে।
ক্যামেরার কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ ফোনে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে। এছাড়াও, এই ডিভাইসে ২৫ ওয়াট চার্জিং সহ ৩৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। হ্যান্ডসেটটি ৫.৮৪ মিমি পুরু হবে। এটি বাজারের সবচেয়ে পাতলা ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির মধ্যে একটি হবে। গ্যালাক্সি এস২৫ এজ হালকা নীল, কালো এবং সোনালি রঙে পাওয়া যাবে।
টিপস্টার আইস ইউনিভার্সের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী Galaxy S25 Edge-এর দাম Galaxy S25 Plus এর সমান হবে, অর্থাৎ এর মূল্য ৯৯,৯৯৯ টাকা রাখা হবে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৮ই মার্চ, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আজ আপনার দিন…
আগামী সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে iPhone 17 Air। তার আগে বিভিন্ন রিপোর্ট থেকে ডিভাইসটি সম্পর্কে…
ভারতের টেলিকম বাজারে আসতে চলেছে আবার নতুন বিপ্লব। রিলায়েন্স জিও এবং এয়ারটেল এবার হাত মিলিয়েছে…
ভাল ক্যামেরা-সহ একটি ফ্ল্যাগশিপ অর্থাৎ এমন একটি স্মার্টফোনের সন্ধানে রয়েছেন, যেখানে ঠাসা থাকবে ফিচার, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় রেলে যাতায়াত করেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মহিলা যাত্রীদের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ শেয়ারবাজারে (Stock Market Tips) এখন বিনিয়োগের প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু…
This website uses cookies.