Samsung Galaxy S25 Edge Price: 200MP ক্যামেরার Samsung Galaxy S25 Edge ফোনের দাম ফাঁস, কিনতে গেলে বুক কাঁপবে? | Samsung Galaxy S25 Edge Features
স্যামসাংয়ের নতুন ফোন Galaxy S25 Edge নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা চলছে। এই ডিভাইসটি আগামী 13 মে লঞ্চ হতে পারে। এটি সংস্থার সবচেয়ে পাতলা স্মার্টফোন হবে। তবে লঞ্চের প্রায় এক মাস আগেই Samsung Galaxy S25 Edge এর দাম ফাঁস হয়ে গেল। সম্প্রতি এই ফোনটিকে ইতালির অনলাইন স্টোর Zanetti তে তালিকাভুক্ত করা হয়েছে। যেখান থেকে জানা গেছে, এর 256GB স্টোরেজের ভ্যারিয়েন্টের দাম 1,362 ইউরো (প্রায় 1,28,340 টাকা)।
অনলাইনে স্টোর থেকে আরও জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এস25 এজ এর 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1,488 ইউরো (প্রায় 1,40,200 টাকা)। উল্লেখ্য, শুরুতে এই ফোনের দাম যা আন্দাজ করা হচ্ছিল, তার চেয়ে এটা অনেক বেশি। যদিও ভারত সহ অন্যান্য দেশে স্মার্টফোনটির দাম আরও কম হতে পারে।
জানিয়ে রাখি, ইউরোপে বিক্রি হওয়া S25+ এর 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1,247 ইউরো (প্রায় 1,17,500 টাকা)। অন্যদিকে, 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1,372 ইউরো (প্রায় 1,29,300 টাকা)।
রিপোর্ট অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি এস25 এজ মাত্র 5.84mm পুরু হতে পারে। এই ফোনটি টাইট্যানিয়াম ফ্রেম এবং স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট মেটিরিয়ালের সাথে আসতে পারে। ফাঁস হওয়া রেন্ডারে একে টাইট্যানিয়াম আইসির ব্লু, টাইট্যানিয়াম জেট ব্ল্যাক এবং টাইট্যানিয়াম সিলভার কালারে দেখা গেছে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দেওয়া হতে পারে।
এছাড়া স্যামসাং গ্যালাক্সি এস25 এজ 12GB পর্যন্ত র্যাম অফার করতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিতে পারে। এছাড়াও পাওয়া যাবে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্সও। এর সেলফি ক্যামেরা 12 মেগাপিক্সেল হতে পারে। এই পাতলা ডিভাইসটি 4000mAh ব্যাটারির সাথে আসতে পারে।
সহেলি মিত্র, কলকাতা: বাংলা-সিকিম রেল প্রকল্প (Bengal Sikkim Rail Project) নিয়ে প্রকাশ্যে এল বিরাট আপডেট।…
সৌভিক মুখার্জী, কলকাতা: প্রাচীনকালের মতো আজও মানুষ ভবিষ্যৎ জানার জন্য মুখিয়ে থাকে। আর এমনই এক…
সৌভিক মুখার্জী, কলকাতা: কল্পনা করে দেখুন তো, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি (Android Phone) তিন দিন…
সহেলি মিত্র, কলকাতা: বাংলায় টানা ঝড়-বৃষ্টির জন্য তাপপ্রবাহ থেকে স্বস্তি পেয়েছেন বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া…
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯শে এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটতে…
This website uses cookies.