লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Samsung Galaxy S25 Series: ইংরেজি দুর্বল? এবার বাংলাতেই কথা বলুন AI-এর সঙ্গে, স্মার্টফোনে এল দারুণ সুবিধা | Samsung Galaxy AI Indian Language

Published on:

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে গতকাল ভারত সহ গ্লোবাল মার্কেটে Samsung Galaxy S25 সিরিজ লঞ্চ হয়েছে। এই লাইনআপে Galaxy S25, Galaxy S25+, এবং Galaxy S25 Ultra নামে তিনটি মডেল এসেছে। এই ফ্ল্যাগশিপ স্মাটফোন সিরিজে হার্ডওয়্যার থেকে শুরু করে সফটওয়্যার, প্রতিটি ক্ষেত্রে আপগ্রেড হয়েছে। পাশাপাশি, Galaxy AI-তেও নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

Samsung Galaxy AI-তে আরও ভারতীয় ভাষার সাপোর্ট

READ MORE:  লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy M16 ও Galaxy F16 5G, দাম থাকবে ১৫ হাজার টাকার কম

Galaxy AI-এর নতুন আপগ্রেডগুলির মধ্যে অন্যতম, এআই অ্যাসিস্টান্টের সাথে যোগাযোগ সহজ করে তোলার জন্য ভারতে আমজনতার কাছে আরও বোধগম্য করে তুলতে নতুন ভারতীয় ভাষার জন্য সমর্থন যোগ। গ্যালাক্সি আনপ্যাকড ২০২৫ ইভেন্টে , কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (প্রোডাক্ট মার্কেটিং) আদিত্য বব্বর ঘোষণা করেছেন যে, গ্যালাক্সি এআই এখন গুজরাতি, মারাঠি, বাংলা, তামিল, তেলেগু এবং উর্দু সমর্থন করবে।

READ MORE:  OnePlus 13T Launched: OnePlus 13T কাস্টমাইজ বাটন ও দুর্দান্ত টেলিফটো ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে 6260mAh ব্যাটারি

জানিয়ে রাখি, গত বছর জানুয়ারিতে Galaxy S24 সিরিজের সঙ্গে গ্যালাক্সি এআই লঞ্চ হয়েছিল। এটি ২০২৪ সালের শেষে ইংরেজি এবং হিন্দি মিলিয়ে মোট ২০টি ভাষায় উপলব্ধ ছিল। যেহেতু ভারত এক বিশাল দেশ যেখানে লোকেরা বিভিন্ন ভাষায় কথা বলে, তাই সংস্থার নতুন উদ্যোগ ব্যবহারকারীদের পছন্দের ভাষায় গ্যালাক্সি এআই-এর সাথে যোগাযোগ করতে সাহায্য করবে।

READ MORE:  iQOO Neo 9 Pro 5G Features: শুরু হল iQOO Quest Days সেল, দুর্দান্ত সেলফি ক্যামেরা ও আল্ট্রা ফাস্ট চার্জিং স্মার্টফোনে বাম্পার ছাড় | iQOO Neo 9 Pro 5G Price Cut

এছাড়াও, যারা হিন্দি বা ইংরেজি জানেন না, তাঁদের কাছেও এটি বড় সুবিধার হতে চলেছে। S25 সিরিজ ছাড়াও, গ্যালাক্সি এআই সাপোর্ট করে এমন বিভিন্ন ডিভাইসে এই ফিচার সফটওয়্যার আপডেট অথবা ল্যাঙ্গুয়েজ প্যাক হিসাবে পাঠানো হবে বলে আশা করা যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.