Samsung Galaxy S25 Ultra Offer: বিক্রি বাড়াতে ধামাকা অফার, ১১ হাজার টাকা সস্তায় Samsung Galaxy S25 Ultra, রয়েছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা | Samsung Galaxy S25 Ultra Price

স্যামসাংয়ের সবচেয়ে প্রিমিয়াম ফোন Galaxy S25 Ultra 5G কিনতে চাইলে সুখবর। ডিভাইসটি এখন ব্যাঙ্ক অফার ছাড়াও অতিরিক্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টের সাথে পাওয়া যাচ্ছে। এই আল্ট্রা-প্রিমিয়াম ডিভাইসে গ্যালাক্সি এআই ফিচার এবং ৬.৯-ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে আছে। আসুন Samsung Galaxy S25 Ultra 5G অফারের ফর কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

Samsung Galaxy S25 Ultra এর দাম ও অফার

স্যামসাং গ্যালাক্সি এস২৫ ৫জি এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ১২৯,৯৯৯ টাকা। তবে যদি এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করা হয় তাহলে ১১,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যার পরে ডিভাইসের দাম কমে হবে ১১৮,৯৯৯ টাকা।

READ MORE:  Flipkart OMG Sale: আজ শেষ সুযোগ! iPhone 16 সবচেয়ে কম দামে কেনার সুযোগ, দেখুন অফার | IPhone 16 Price Offer

আবার পুরনো ফোন বদলে স্যামসাং গ্যালাক্সি এস২৫ ৫জি নিতে চাইলে ৩৯,৩৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। উল্লেখ্য, এই এক্সচেঞ্জ ডিসকাউন্টের মূল্য নির্ভর করে পুরোনো ফোনের মডেল, কন্ডিশন ও এক্সচেঞ্জ পলিসির উপর।

Samsung Galaxy S25 Ultra এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২৫ ৫জি ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৯-ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৪০০x৩১২০ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন এলিট প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ানইউআই ৭
কাস্টম স্কিন দ্বারা চালিত। এই ফোনে রয়েছে ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.২ স্টোরেজ। স্মার্টফোনটির মূল আকর্ষণ একগুচ্ছ নতুন এআই ফিচার।

READ MORE:  Doomsday Smartphone Launched: বাজারে এল প্রোজেক্টর সহ অভিনব Doomsday স্মার্টফোন, 23800mah ব্যাটারি সঙ্গে রয়েছে 200 মেগাপিক্সেল ক্যামেরা | Doomsday Smartphone 23800mah Battery

ক্যামেরার কথা বললে, Samsung Galaxy S25 Ultra ডিভাইসে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর সহ কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যায়। এই ফ্ল্যাগশিপ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ওয়্যার্ড এবং ওয়্যারলেস ফাস্ট চার্জিং উভয়ই সাপোর্ট করে।

READ MORE:  ফ্রন্ট ক্যামেরা ছাড়াই অভিনব ফোন আনছে Samsung, তাহলে সেলফি উঠবে কীভাবে?

Scroll to Top