লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Samsung Galaxy Tab Active 5 Pro Launched: জলে ডুবিয়ে রাখলেও নো চিন্তা, বিশাল বড় 10100mAh ব্যাটারি সহ লঞ্চ হল Samsung এর নতুন ট্যাবলেট | Samsung Galaxy Tab Active 5 Pro 10100mah Battery

Published on:

বাজারে শক্তিশালী এবং টেকসই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাহিদা বেড়েছে। আর তাই Samsung আজ লঞ্চ করেছে Galaxy Tab Active 5 Pro। এটি রাগড ডিজাইন সহ এসেছে। নয়া এই ট্যাবলেটে পাওয়া যাবে শক্তিশালী চিপসেট, বড় ব্যাটারি, উজ্জ্বল ডিসপ্লে সহ একাধিক আধুনিক ফিচার। আপাতত Samsung Galaxy Tab Active 5 Pro ইউরোপের বাজারে আত্মপ্রকাশ করেছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Tab Active 5 Pro এর দাম

স্যামসাং গ্যালাক্সি ট্যাব আ্যাক্টিভ ৫ প্রো এর WiFi মডেলের দাম রাখা হয়েছে ৬৯৯ ইউরো (প্রায় ৬৮,১২০ টাকা), আর 5G মডেলের দাম ধার্য করা হয়েছে ৮০৯ ইউরো (প্রায় ৭৮,৮৪০ টাকা)। ইউরোপে ২৮ এপ্রিল ২০২৫ থেকে ট্যাবলেটটির সেল শুরু হবে। আশা করা যায় শীঘ্রই এটি ভারত সহ অন্যান্য অঞ্চলেও লঞ্চ হবে।

READ MORE:  Xiaomi Pad 7 Nano Price: রোদে পরিষ্কার দেখা যাবে, স্পেশাল ডিসপ্লের Xiaomi Pad 7 আকর্ষণীয় অফারে কেনা যাবে | Xiaomi Pad 7 Nano Texture Display Edition Sale 18 February

Samsung Galaxy Tab Active 5 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি ট্যাব আ্যাক্টিভ ৫ প্রো ট্যাবলেটে আছে ১০.১ ইঞ্চি WUXGA LCD ডিসপ্লে, যার রেজোলিউশন ১৯২০ x ১২০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস‌ লেভেল ৬০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

READ MORE:  10,200mAh ব্যাটারি, 12.7 ইঞ্চি ব্যাটারি, ও JBL স্পিকারের সঙ্গে দুর্ধর্ষ ট্যাব লঞ্চ করছে Lenovo

পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি ট্যাব আ্যাক্টিভ ৫ প্রো ট্যাবলেটে দেওয়া হয়েছে ১০১০০ এমএএইচ রিমুভেবল ব্যাটারি, যা POGO ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ট্যাবের সঙ্গে S Pen‌ পাওয়া যাবে, যা কাজকে আরও সহজ করে তুলবে। ফটোগ্রাফির জন্য এতে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Samsung Galaxy Tab Active 5 Pro এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে WiFi ৬ই, ব্লুটুথ ৫.৪, জিপিএস সহ অন্যান্য আপশন। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ স্টেরিও স্পিকার রয়েছে। ট্যাবলেটটি আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স সহ এসেছে। এটি MIL-STD-810H সার্টিফিকেশন প্রাপ্ত, তাই কঠিন পরিবেশেও এটি দুর্দান্ত পারফরম্যান্স দেবে। ডিসপ্লের সুরক্ষার জন্য এই ট্যাবে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+।

READ MORE:  numBer Navo Buds X1 Launched: ৬০০ টাকার কমে ৫০ ঘন্টা ব্যাটারি লাইফ, দুর্দান্ত TWS ইয়ারবাডস লঞ্চ হল | numBer Navo Buds X1 Price in India
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.