Samsung Galaxy Tab S10 FE Price: Samsung দুর্ধর্ষ ট্যাবলেট আনছে, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকছে বিশাল 10,090 এমএএইচ ব্যাটারি | Samsung Galaxy Tab S10 FE+ Features
অঙ্কিতা মন্ডল, কলকাতা: ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ আগেই বাজারে চলে এসেছে, এবার পালা ফ্ল্যাগশিপ ট্যাবলেট মডেলের। Samsung তাদের নেক্সট জেনারেশন Galaxy … Read more
অঙ্কিতা মন্ডল, কলকাতা: ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ আগেই বাজারে চলে এসেছে, এবার পালা ফ্ল্যাগশিপ ট্যাবলেট মডেলের। Samsung তাদের নেক্সট জেনারেশন Galaxy Tab S10 FE ও S10 FE+ শীঘ্রই আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি এখনও এই বিষয়ে এখনও মুখ না খুললেও, একটি রিপোর্ট Samsung Galaxy Tab S10 FE সিরিজের স্পেসিফিকেশন, AI চালিত ফিচার্স, এবং দাম ফাঁস করেছে।
টিপস্টার আর্সেন লুপিনের দেওয়া তথ্য অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ এফই ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ১০.৯ ইঞ্চি WUXGA+ এলসিডি ডিসপ্লে প্যানেল অফার করবে। যেখানে গ্যালাক্সি ট্যাব এস১০ এফই+ ১৩.১ ইঞ্চি WQXGA+ এলসিডি ডিসপ্লের সাথে আসবে। উভয় ট্যাবলেটই মজবুত অ্যালুমিনিয়াম বিল্ড এবং জল ও ধুলো থেকে রক্ষার জন্য জন্য আইপি৬৮ রেটিং সার্টিফিকেশন সহ আসে।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ এফই সিরিজে সংস্থার নিজস্ব এক্সিনস ১৫৮০ প্রসেসর ব্যবহার হবে। এটি একটি ৪ ন্যানোমিটারের চিপ। ফ্ল্যাগশিপ-স্তরের প্রসেসর না হলেও, এটি দৈনন্দিন কাজ, মাল্টিমিডিয়া ও কাজের জন্য যথেষ্ট সক্ষম। স্ট্যান্ডার্ড ট্যাব এস১০ এফই একটি ৮,০০০ এমএএইচ ব্যাটারি পেয়েছে, যেখানে এস১০ এফই+ আরও বড় ১০,০৯০ এমএএইচ ব্যাটার সহ আসবে। উভয় মডেলেই ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করবে, যদিও বক্সে চার্জার পাওয়ার সম্ভাবনা কম।
ফটোগ্রাফির জন্য, দুই ট্যাবেই অটোফোকাস এবং একটি এলইডি ফ্ল্যাশ সহ একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। আর সামনে ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা বর্তমান। ফাঁস হওয়া তথ্যে উৎপাদনশীলতা এবং সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি নতুন এআই চালিত টুলের কথা উল্লেখ করা হয়েছে। যার মধ্যে একটি হল গুগলের সার্কেল টু সার্চ। এছাড়া, দুটি ট্যাবলেটই এস পেন সমর্থন করবে।
ইউরোপে Galaxy Tab S10 FE-এর দাম ৫৭৯ ইউরো থেকে শুরু হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩,৫০০ টাকা। এটি ৮ জিবি + ১২৮ জিবি ওয়াই-ফাই মডেলের মূল্য। অন্যদিকে, উচ্চমানের Tab S10 FE+ এর বেস ৮ জিবি + ১২৮ জিবি ওয়াই-ফাই মডেলের দাম হবে ৭৪৯ টাকা (৬৯,২০০ টাকা)।
ভারতীয় রেলওয়ে যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা করে। তবে অনেক মানুষ এসব সুবিধার বিষয়ে…
শ্বেতা মিত্র, কলকাতাঃ বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নের নামে এখনও নির্বিচারে গাছ কাটা হচ্ছে। ধ্বংস করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Bharti Airtel এবার তাদের গ্রাহকদের জন্য সেরা…
সৌভিক মুখার্জী, কলকাতা: বৈশ্বিক বাণিজ্যের মোড় ঘুরিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন, ভারত সহ…
গত বছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Case) মামলায়…
শ্বেতা মিত্র, কলকাতাঃ স্কুল পড়ুয়াদের জন্য বড় খবর। বৃহস্পতিবার ঘোষণা হয়ে গেল কবে থেকে বাংলায়…
This website uses cookies.