Samsung Galaxy XCover 7 Pro: ছুঁড়ে মারলেও ভাঙবে না, Samsung Galaxy XCover 7 Pro স্ন্যাপড্রাগন প্রসেসর সহ আসছে | Samsung Galaxy XCover 7 Pro Launch Date
স্যামসাং তাদের নতুন রাগড স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই আসন্ন ফোনের নাম- Samsung Galaxy XCover 7 Pro। এর মডেল নম্বর SM-G766U এবং SM-G766U1। এই ডিভাইসটি ইতিমধ্যেই এফসিসি থেকে ছাড়পত্র লাভ করেছে। যারফলে মনে হচ্ছে এটি শীঘ্রই বাজারে আসতে চলছে। এফসিসি সার্টিফিকেশন সাইট থেকে নিশ্চিত হওয়া গেছে যে এতে 2G, 3G, 4G এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করে।
স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৭ প্রো ডিভাইসের কানেক্টিভিটি অপশনের মধ্যে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ২.৪ গিগাহার্টজ এবং এনএফসি পাওয়া যাবে। এই ফোনটি TUV Rheinland এবং Geekbench এর ডেটাবেসেও উপস্থিত হয়েছে। এর গ্লোবাল ভ্যারিয়েন্টের মডেল নম্বর SM-G766B। গিকবেঞ্চ থেকে জানা গেছে এই ফোনে অ্যাড্রেনো ৮১০ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে। গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ফোনটি ১১৫৭ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৪২৬৫ পয়েন্ট পেয়েছে। স্যামসাংয়ের এই নতুন রাগড ফোনে ৬ জিবি র্যাম দেওয়া হবে।
এদিকে, স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৭ প্রো ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ানইউআই ৭ কাস্টম স্কিন আছে। এর ব্যাটারি ক্যাপাসিটি ৪২৬৫ এমএএইচ। রিপোর্ট অনুযায়ী এই ফোন Galaxy XCover 7 এর আপগ্রেডেড ভার্সন হবে।
স্যামসাংয়ের এই ফোনে আইপি৬৮ ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং এবং MIL-STD-810H সার্টিফিকেশন আছে। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস+ ব্যবহার করা হয়েছে। এতে ফুল এইচডি+ রেজোলিউশনের সঙ্গে ৬.৬ ইঞ্চি TFT ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যায়।
পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ চিপসেট রয়েছে। ফোনের প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৪০৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
শ্বেতা মিত্র, কলকাতাঃ তীব্র দহনজ্বালার মধ্যে ব্যাপক স্বস্তির খবর। অবশেষে দক্ষিণবঙ্গ ফের একবার বৃষ্টির মুখ…
Vivo প্রতি বছর তাদের S সিরিজের স্মার্টফোনগুলির দুটি জেনারেশন লঞ্চ করে। যেমন সংস্থাটি গত বছরের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩রা মার্চ, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ওয়ানপ্লাস একটি দুর্দান্ত কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনতে চলেছে, যার নাম OnePlus 13T। সংস্থা ইতিমধ্যেই…
রিয়েলমি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জগতে ফের একবার আলোড়ন ফেলার জন্য তোড়জোড় শুরু করেছে। কেন এমন কথা…
বাজাজ পালসার (Bajaj Pulsar) সিরিজের হাত ধরে তৈরি হল নতুন রেকর্ড। বিশ্বের ৫০টির বেশি দেশে…
This website uses cookies.