লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Samsung Galaxy XCover 7 Pro: ছুঁড়ে মারলেও ভাঙবে না, Samsung Galaxy XCover 7 Pro স্ন্যাপড্রাগন প্রসেসর সহ আসছে | Samsung Galaxy XCover 7 Pro Launch Date

Published on:

স্যামসাং তাদের নতুন রাগড স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই আসন্ন ফোনের নাম- Samsung Galaxy XCover 7 Pro। এর মডেল নম্বর SM-G766U এবং SM-G766U1। এই ডিভাইসটি ইতিমধ্যেই এফসিসি থেকে ছাড়পত্র লাভ করেছে। যারফলে মনে হচ্ছে এটি শীঘ্রই বাজারে আসতে চলছে। এফসিসি সার্টিফিকেশন সাইট থেকে নিশ্চিত হওয়া গেছে যে এতে 2G, 3G, 4G এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করে।

Samsung Galaxy XCover 7 Pro ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর

স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৭ প্রো ডিভাইসের কানেক্টিভিটি অপশনের মধ্যে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ২.৪ গিগাহার্টজ এবং এনএফসি পাওয়া যাবে। এই ফোনটি TUV Rheinland এবং Geekbench এর ডেটাবেসেও উপস্থিত হয়েছে। এর গ্লোবাল ভ্যারিয়েন্টের মডেল নম্বর SM-G766B। গিকবেঞ্চ থেকে জানা গেছে এই ফোনে অ্যাড্রেনো ৮১০ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে। গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ফোনটি ১১৫৭ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৪২৬৫ পয়েন্ট পেয়েছে। স্যামসাংয়ের এই নতুন রাগড ফোনে ৬ জিবি র‌্যাম দেওয়া হবে।

READ MORE:  OnePlus Nord CE 4 Discount: বিরাট সস্তায় দুর্দান্ত ক্যামেরার OnePlus Nord CE 4 ফোন, ৫৫০০ টাকা ডিসকাউন্ট | OnePlus Nord CE 4 50MP Rear Camera

এদিকে, স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৭ প্রো ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ানইউআই ৭ কাস্টম স্কিন আছে। এর ব্যাটারি ক্যাপাসিটি ৪২৬৫ এমএএইচ। রিপোর্ট অনুযায়ী এই ফোন Galaxy XCover 7 এর আপগ্রেডেড ভার্সন হবে।

Samsung Galaxy XCover 7 এর ফিচার এবং স্পেসিফিকেশন

স্যামসাংয়ের এই ফোনে আইপি৬৮ ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং এবং MIL-STD-810H সার্টিফিকেশন আছে। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস+ ব্যবহার করা হয়েছে। এতে ফুল এইচডি+ রেজোলিউশনের সঙ্গে ৬.৬ ইঞ্চি TFT ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যায়।

READ MORE:  দাম কমে গেল OnePlus Nord CE 4 Lite থেকে Realme NARZO 70 Turbo ফোনের, কাল অফার শেষ | Amazon Electronics Premier League Sale Smartphone Offer

পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ চিপসেট রয়েছে। ফোনের প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৪০৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.