Samsung Galaxy XCover 7 Pro: ছুঁড়ে মারলেও ভাঙবে না, Samsung Galaxy XCover 7 Pro স্ন্যাপড্রাগন প্রসেসর সহ আসছে | Samsung Galaxy XCover 7 Pro Launch Date
স্যামসাং তাদের নতুন রাগড স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই আসন্ন ফোনের নাম- Samsung Galaxy XCover 7 Pro। এর মডেল নম্বর SM-G766U এবং SM-G766U1। এই ডিভাইসটি ইতিমধ্যেই এফসিসি থেকে ছাড়পত্র লাভ করেছে। যারফলে মনে হচ্ছে এটি শীঘ্রই বাজারে আসতে চলছে। এফসিসি সার্টিফিকেশন সাইট থেকে নিশ্চিত হওয়া গেছে যে এতে 2G, 3G, 4G এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করে।
স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৭ প্রো ডিভাইসের কানেক্টিভিটি অপশনের মধ্যে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ২.৪ গিগাহার্টজ এবং এনএফসি পাওয়া যাবে। এই ফোনটি TUV Rheinland এবং Geekbench এর ডেটাবেসেও উপস্থিত হয়েছে। এর গ্লোবাল ভ্যারিয়েন্টের মডেল নম্বর SM-G766B। গিকবেঞ্চ থেকে জানা গেছে এই ফোনে অ্যাড্রেনো ৮১০ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে। গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ফোনটি ১১৫৭ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৪২৬৫ পয়েন্ট পেয়েছে। স্যামসাংয়ের এই নতুন রাগড ফোনে ৬ জিবি র্যাম দেওয়া হবে।
এদিকে, স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৭ প্রো ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ানইউআই ৭ কাস্টম স্কিন আছে। এর ব্যাটারি ক্যাপাসিটি ৪২৬৫ এমএএইচ। রিপোর্ট অনুযায়ী এই ফোন Galaxy XCover 7 এর আপগ্রেডেড ভার্সন হবে।
স্যামসাংয়ের এই ফোনে আইপি৬৮ ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং এবং MIL-STD-810H সার্টিফিকেশন আছে। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস+ ব্যবহার করা হয়েছে। এতে ফুল এইচডি+ রেজোলিউশনের সঙ্গে ৬.৬ ইঞ্চি TFT ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যায়।
পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ চিপসেট রয়েছে। ফোনের প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৪০৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
ফ্ল্যাগশিপ ফোন মানেই বেশি দাম। কিন্তু সেটা একটু পুরনো হয়ে গেলেই দাম কমতে থাকে। ফলে…
Infinix Note 50X কোম্পানির নতুন বাজেট ফ্রেন্ডলি ফিচার সমৃদ্ধি ৫জি স্মার্টফোন। যা বেশ আলোড়ন ফেলেছে…
বাইক হোক বা স্কুটার, টু-হুইলার কেনার পর কিছুদিন না যেতেই ক্রেতাদের একাংশের তা নিয়ে অভিযোগের…
এখনকার সময়ে ভারতে ৮,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু কিছু ব্র্যান্ড…
চার চাকার বাজারে দেশ-বিদেশ মাতালেও দু’চাকার প্রতি এখনও পর্যন্ত টাটা মোটরসের কোনও আগ্রহ চোখে পড়েনি।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা শুধুমাত্র একটি ধাতু নয়। বরং এটি সঞ্চয়, বিনিয়োগ, গয়না সবকিছুর এক…
This website uses cookies.