সামসাং তাদের নতুন রাগড স্মার্টফোন Samsung Galaxy XCover 7 Pro লঞ্চ করতে চলেছে। ফোনটির লঞ্চের তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। তবে অ্যান্ড্রয়েড হেডলাইনস এবং টিপস্টার সুধাংশু এই আসন্ন ডিভাইসের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম ফাঁস করেছে। জানা গেছে এই ফোনে ৬.৬ ইঞ্চি LCD প্যানেল এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ অনেক শক্তিশালী ফিচার পাওয়া যাবে।
Samsung Galaxy XCover 7 Pro এর ফিচার
রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৭ প্রো ডিভাইসে ২৪০৮x১০৮০ পিক্সেল রেজোলিউশনের ৬.৬ ইঞ্চি LCD প্যানেল থাকবে। এতে দেওয়া হবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। ফোনটি ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ডিভাইসে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল লেন্স সহ ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
সেলফির জন্য স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৭ প্রো স্মার্টফোনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৩৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক OneUI 7 কাস্টম স্কিনে চলবে।
আরও পড়ুন: Samsung Galaxy XCover 7 Pro ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর
আবার Samsung Galaxy XCover 7 Pro ডিভাইসে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ IP68 রেটিং মিলবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়েল সিম, 5G, LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, NFC এবং USB টাইপ-C পোর্টের মতো অপশন পাওয়া যাবে।
Samsung Galaxy XCover 7 Pro এর সম্ভাব্য দাম
ডিভাইসটি ব্ল্যাক কালার অপশনে লঞ্চ হবে। এর দাম ৫৯৯ ইউরো (প্রায় ৫৬ হাজার টাকা) রাখা হবে।