Samsung Galaxy Z Flip 7 FE: স্পেশাল প্রসেসর সহ দুর্দান্ত ক্যামেরা, স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ফোনের ডিজাইনেও চমক থাকবে? | Samsung Galaxy Z Flip 7 FE Render Image
Samsung তাদের সাশ্রয়ী মূল্যের ফ্লিপ ফোন Galaxy Z Flip 7 FE লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এর লঞ্চ তারিখ এখনও সামনে আসেনি। তবে টিপস্টার অনলিকস স্যামিগুরু-এর সাথে মিলে এর হাই রেজোলিউশন রেন্ডার শেয়ার করেছেন। এই রেন্ডার দেখে বলা যায় যে Galaxy Z Flip 7 FE দেখতে অনেকটাই গ্যালাক্সি জেড ফ্লিপ ৬-এর মতো হবে। কোম্পানি এই ফোনে ফ্লিপ ৬-এর মতো ৩.৪ ইঞ্চি কভার ডিসপ্লে এবং ৬.৭ ইঞ্চি ইনার ফোল্ডেবল ডিসপ্লে অফার করতে পারে।
তবে আসন্ন এফই মডেল গ্যালাক্সি ফ্লিপ ৬ এর থেকে একটু মোটা অর্থাৎ থিক হবে। রিপোর্ট অনুযায়ী, আনফোল্ড অবস্থায় গ্যালাক্সি জেড ফ্লিপ ৭ এফই মাত্র ৭.৪মিমি হবে। অন্যদিকে, গ্যালাক্সি ফ্লিপ ৬ ছিল ৬.৯মিমি পুরু। গুরুত্বপূর্ণ বিষয় হল এফই মডেল পুরনো ডিজাইনের সাথে আসবে। তবে গ্যালাক্সি জেড ফ্লিপ ৭ ডিভাইসে একাধিক পরিবর্তন দেখা যাবে। এতে ৪ ইঞ্চির কভার ডিসপ্লে এবং ড্রপ দ্য ফোল্ডার-আকারের আউটার ডিসপ্লে থাকবে।
রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৭ এফই ফোনে এক্সিনস ২৪০০ই প্রসেসর ব্যবহার করা হতে পারে। এটি স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ চিপসেট এক্সিনস ২৪০০ এর টোনড-ডাউন সংস্করণ। অপারেটিং সিস্টেমের কথা বললে, এই ফোল্ডেবল স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ানইউআই ৭ কাস্টম স্কিনে থাকবে। এটি ৬ বা ৭ বছর ওএস এবং সিকিউরিটি আপডেট পাবে।
ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্সের সাথে ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৭ এফই আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস এবং জল প্রতিরোধী রেটিং সহ আসতে পারে। ফোনে দেওয়া ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও এতে কানেক্টিভিটির জন্য ওয়াই-ফাই ৬ই থাকতে পারে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষা কাটিয়ে অবশেষে বৃহস্পতিবার ISL সেমির প্রথম লেগে নামছে হোসে মোলিনার…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে ‘মাওবাদীমুক্ত’ করার ঘোষণা অনেক আগেই…
সৌভিক মুখার্জী, কলকাতা: ইলেকট্রিক গাড়ির বাজারে এবার বড়সড় ধামাকা আসলো। Hyundai যাদের জনপ্রিয় Hyundai Ioniq…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বর্তমানে সোশ্যাল মিডিয়া প্রত্যেকটি প্রজন্মের কাছে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) এবার সরকারী সংস্থায়…
Samsung Galaxy S25 Edge অপেক্ষার অবসান ঘটিয়ে এপ্রিল মাসে লঞ্চ হওয়ার কথা রয়েছে। ফাঁস হওয়া…
This website uses cookies.