লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Samsung Republic Day Sale 2025: দারুন সুযোগ, Samsung Republic Day Sale উপলক্ষে অবাক করা ছাড় ও অফার | Samsung republic day sale 2025 offer earbuds smartwatch & smartphones

Published on:

গ্যালাক্সি ইয়ারবাড, ওয়াচ-সহ একাধিক ডিভাইসে ফাটাফাটি ছাড় দিচ্ছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি Samsung। এই মাসে Republic Day উপলক্ষে বিশেষ সেলের ঘোষণা করেছে কোম্পানিটি। নামী দামি গ্যাজেটের উপর মিলবে ভারী ছাড় ও অফার। যার মধ্যে রয়েছে Galaxy Watch 6 Classic, Watch Ultra এবং Buds 3 Pro। কত টাকা কমে পাওয়া যাবে গ্যাজেটগুলি চলুন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Buds 3 Pro এবং Buds 3

READ MORE:  ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ৪৩ থেকে ৬৫ ইঞ্চি Smart TV তে বাম্পার ডিসকাউন্ট, এখানে অফার

ওয়্যারলেস অডিও ডিভাইস হিসাবে দারুন বিকল্প এই দুই ডিভাইস। এর মধ্যে বাডস ৩ প্রো-তে রয়েছে হাই-ফাই সাউন্ড সিস্টেম, গ্যালাক্সি এআই ফিচার যেমন রিয়েল টাইম ট্রান্সলেশন। সেল চলাকালীন দুই ডিভাইসে মিলবে ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ২৪ মাসের নো কস্ট ইএমআই। এছাড়াও, Galaxy S এবং Z সিরিজ স্মার্টফোনগুলির উপর ১৮০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং।

READ MORE:  HP Victus 15: এএমডি রাইজেন প্রসেসর ও দীর্ঘ ব্যাটারির সাথে HP Victus 15 ল্যাপটপ লঞ্চ হল, দাম কত | HP Victus 15 Launched in India

Samsung Galaxy Watch 6 Classic

রোটেটিং বেজেল, অ্যাডভান্স হেলথ ফিচার্স, যেমন ব্লাড প্রেসার, ইসিজি, আইএইচআরএন ট্র্যাকিংয়ের মতো সুবিধা রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও মিলবে পাতলা বেজেল, বড় ডিসপ্লে এবং উন্নত ইউজার ইন্টারফেস। সেল চলাকালীন এই স্মার্টওয়াচ পাওয়া যাবে ২০,৪৯৯ টাকায়। আসল দাম ৪২,৯৯৯ টাকা।

Samsung Galaxy Watch Ultra

ফিটনেস এবং স্পোর্টস নিয়ে যারা আগ্রহী তাদের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে স্মার্ট ওয়াচটি। রয়েছে টাইটানিয়াম ফ্রেম এবং স্যাফায়ার ডিসপ্লে। বিল্ড কোয়ালিটির দিক থেকে ১০এটিএম ওয়াটার রেসিস্ট্যান্ট, আইপি৬৮ রেটিং এবং MIL-STD-৮১০H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে। এই স্মার্টওয়াচের আসল দাম ৬৯,৯৯৯ টাকা। তবে এটি পাওয়া যাবে ৫১,৭৯৯ টাকায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  JVC QLED Smart TV Sale: দাম শুরু মাত্র ১০৪৯৯ টাকা থেকে, ৩২ ইঞ্চি থেকে ৬৫ ইঞ্চি QLED Smart TV পাওয়া যাচ্ছে জলের দরে | JVC QLED Smart TV Price
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.