লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Samsung-এর ইতিহাসে বিক্রির সমস্ত রেকর্ড ভেঙে তছনছ করল Galaxy S25 সিরিজ! | Samsung Galaxy S25 Breaks Sales Record

Published on:

Samsung Galaxy S25 সিরিজ জানুয়ারি মাসে বাজার কাঁপিয়ে লঞ্চ হয়েছে। দুর্ধর্ষ ক্যামেরার পাশাপাশি অত্যাধুনিক AI ফিচার্স রয়েছে এই লাইনআপে। S25 সিরিজ এবার একটি উল্লেখযোগ্য নজির তৈরি করেছে। শুধুমাত্র সংস্থার হোম মার্কেট অর্থাৎ দক্ষিণ কোরিয়ায় মাত্র ২১ দিনে সিরিজটির ১০ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। এটি গত বছরের Galaxy S24 লাইনআপের আগের রেকর্ড ভেঙে চুরমার করেছে, যা একই সংখ্যায় পৌঁছাতে ২৮ দিন সময় নিয়েছিল।

READ MORE:  Realme GT 6T 5G: একধাক্কায় ৪ হাজার টাকা দাম কমলো Realme GT 6T 5G ফোনের, সুপার ফাস্ট চার্জিং সহ আছে দুর্দান্ত ক্যামেরা | Realme GT 6T 5G Price Cut

Samsung Galaxy S25 সিরিজ বিক্রির রেকর্ড ভাঙল

Samsug Galaxy সিরিজের ইতিহাসে এটাই দ্রুততম বিক্রি বলে জানা গিয়েছে। আগে এই রেকর্ড ২০১৯ সালে আত্মপ্রকাশ করা Galaxy Note 10-এর দখলে ছিল, যা ২৫ দিনে ১ মিলিয়ন বিক্রির নজির গড়েছিল। উল্লেখ্য, মাত্র ১১ দিনের মধ্যে ১.৩ মিলিয়ন বা ১০.৩ লক্ষ) অগ্রিম অর্ডার নিয়ে Galaxy S25 লাইনআপ ইতিমধ্যেই সাফল্যের চূড়ায় পৌঁছেছে।

READ MORE:  দামি ফোল্ডেবল ফোন এবার মিলবে সস্তায়, বড় চমক আনতে চলেছে Samsung

স্যামসাং এই সাফল্যের জন্য S25 সিরিজের উন্নত কর্মক্ষমতা (যার কৃতিত্ব স্ন্যাপড্রাগন ফ্ল্যাগশিপ চিপসেটের), পাতলা এবং তুলনামূলকভাবে হালকা ডিজাইন এবং পার্সোনোলাইজড গ্যালাক্সি এআই ফিচার্সের একীকরণকে চিহ্নিত করেছে। কোম্পানি একটি সমীক্ষায় দেখেছে, Galaxy S25 সিরিজ কেনার প্রধান কারণ ছিল এর পারফরম্যান্স, যার মধ্যে রয়েছে লেটেস্ট প্রসেসর এবং মেমোরি ক্ষমতা।

সিরিজের টপ মডেল Samsung Galaxy S25 Ultra-তে একটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং টাইটানিয়াম ফ্রেম রয়েছে, যা মোট বিক্রয়ের প্রায় ৫০ শতাংশ ছিল। আল্ট্রা স্মার্টফোনটির টাইটানিয়াম সিলভার ব্লু এবং টাইটানিয়াম হোয়াইট সিলভার কালার স্কিমে ক্রেতাদের মন জিতে নিয়েছে। আবার Galaxy S25 ও S25 Plus-এর আইস ব্লু ও সিলভার শ্যাডোর উচ্চ চাহিদা লক্ষ্য করা গিয়েছে।

READ MORE:  2025 সালেই বাজারে ‘বিস্ময় ফোন’ আনবে Samsung, ডিজাইন চক্ষু চড়কগাছ করবে!

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.