লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Sapna Chaudhary: ক্যারিয়ারের প্রথম নাচে আলোড়ন সৃষ্টি করেছিলেন স্বপ্না চৌধুরী, দ্রুত ভাইরাল হচ্ছে এই ভিডিও

Published on:

আর্থিক অনাটন কাঁটাতে এক সময় বেছে নিয়েছিলেন খোলা স্টেজে রাগিনী গান পরিবেশনের পেশা। নিজের পুলিশ হওয়ার স্বপ্নকে দূরে রেখে রাত্রি নটা থেকে ভোররাত্রি পর্যন্ত দর্শকদের সামনে পারফরম্যান্স করে পরিবারের খরচ জোগাতে এই পেশা বেছে নেন হরিয়ানার যুবতী স্বপ্না চৌধুরী। এরপর ধীরে ধীরে গানের পাশাপাশি খোলা স্টেজে নাচ পারফরমেন্স করতে শুরু করেন এই শিল্পী। যা ধীরে ধীরে তাকে সমাজ মাধ্যমে প্রতিষ্ঠিত করে তুলতে সাহায্য করে এবং আর্থিক কষ্ট দূর করতে সাহায্য করে।

READ MORE:  জয়েন্টে ৭৩১ র‍্যাঙ্ক, বোর্ডের পরীক্ষায় নব্বই শতাংশের ওপর নম্বর! আইআইটি বাবার নম্বর দেখলে চমকে যাবেন

বিগত এক দশকেরও বেশি সময় ধরে খোলা স্টেজে রাজত্ব করছেন হরিয়ানার প্রখ্যাত নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী। রঙিন আলোর পর্দায় যখন বলে উঠ ভিন্ন অন্য কোন বিনোদন উপলব্ধ ছিল না, তখন বিনোদনপ্রেমীদের কাছে স্বপ্নের রাজকন্যা হয়ে ওঠেন স্বপ্না চৌধুরী। প্রথমদিকে হরিয়ানা রাজস্থান সহ হাতে গোনা কয়েকটি রাজ্যে স্বপ্না চৌধুরীর আধিপত্য থাকলেও বর্তমানে ভারত সহ গোটা বিশ্বে কোটি কোটি ভক্ত রয়েছে এই নৃত্য শিল্পীর। যারা স্বপ্না চৌধুরীর ঘাম ঝরানো ডান্সের ভিডিওগুলি উপভোগ করেন এবং উষ্ণতা অনুভব করেন।

READ MORE:  মাত্র ১১ টাকায় বিক্রি হয়েছিল অরিজিতের জনপ্রিয় একটি গান! কোন গান জানেন?

বর্তমানে স্বপ্না চৌধুরী। খোলা স্টেজে শালীনতার সাথে নৃত্য পরিবেশন করলেও শুরুর দিকে তার নাচের ভঙ্গিমা ছিল সম্পূর্ণ ভিন্ন। টাইট স্যুটে নিজের শরীরের গোপন অঙ্গ ঝাঁকিয়ে প্রকাশ্যে উত্তেজনাপূর্ণ ডান্স পরিবেশন করাই ছিল তার পেশা। এমনকি শর্ট ড্রেসে খোলা স্টেজে নিচে উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করতেন তিনি। বর্তমানে এই স্বপ্না চৌধুরীর পুরনো একটি নাচের ভিডিও নতুন করে ভাইরাল হচ্ছে ইউটিউবে। যে ভিডিওতে তাকে ‘তেরি সেক্টর মে কোঠি’ গানে লাল রংয়ের টাইট স্যুটে শরীরের প্রত্যেকটি খাঁজ দেখিয়ে ডান্স করতে দেখা যাচ্ছে স্বপ্না চৌধুরীকে। যদি এই মুহূর্তে আপনি স্বপ্না চৌধুরীর সাহসী পারফরমেন্স উপভোগ করতে চান, তবে নিচে দেওয়া লিংকে ক্লিক করে উপভোগ করুন ইন্টারনেটের সাহসী ভিডিও-

READ MORE:  TRP List: শুরুতেই সেরার তালিকায় পরশুরাম, কোথায় টপার পরিণীতা? দেখুন লেটেস্ট TRP তালিকা | Target Rating Point List

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.