প্রীতি পোদ্দার, কলকাতা: যেকোনো খেলা বা যেকোনো কম্পিটিশন বা প্রতিযোগিতায় সবসময় হার জিত থাকে। সবাইকে যে জিততে হবে তার কোনো অর্থ নেই। সম্প্রতি সম্প্রচার শেষ হওয়ার মুখে চলে এসেছে জি বাংলার অন্যতম সঙ্গীত রিয়ালিটি শো সারেগামাপা (Sa Re Ga Ma Pa)। শেষ হয়েছে শুটিং। লম্বা সফর শেষে ইতিমধ্যেই বিজয়ীর তাজ উঠেছে একজনের মাথায়। কিন্তু জি বাংলা সারেগামাপা-র সব প্রতিযোগিরাই দর্শকদের থেকে এবং বিচারকদের কাছ থেকে গত কয়েক মাসে অফুরান ভালোবাসা কুড়িয়েছে।
আমাদের সাথে যুক্ত হন
Join Now
উঠে এসেছে ফাইনালিস্টদের নাম
ক্রমেই সমাপ্তির পথে এগোচ্ছে জি বাংলার জনপ্রিয় এই সঙ্গীত রিয়ালিটি শো ‘সারেগামাপা’। গ্র্যান্ড ফিনালের দিকে এগোচ্ছে সারেগামাপা ২০২৪। যদিও এখনও সেমিফাইনালের সম্প্রচার হয়নি। কিন্তু গ্র্যান্ড ফিনালে নিয়ে একটার পর একটা আপডেট উঠে আসছে। ইতিমধ্যেই গ্র্যান্ড ফিনালের শুটিং হয়ে গিয়েছে। বেছে নেওয়া হয়েছে সেরার সেরা চ্যাম্পিয়নকে। সোশ্যাল মিডিয়া মারফৎ জানা গিয়েছে সারেগামাপার এই সিজনে মত ১০ জনকে ফাইনালিস্টদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। চলুন একনজরে দেখে নেওয়া যাক কারা রয়েছে সেই তালিকায়।
কারা উঠলেন সারেগামাপা-র ফাইনালে?
কম বেশি বিভিন্ন ভাইরাল পোস্টে অনেক দর্শক আগের থেকেই কম বেশি কয়েকজন প্রতিযোগীর নাম জানতে পেরেছে যারা ফাইনাল লিস্টে রয়েছে। চলুন একনজরে দেখে নেওয়া যাক কারা রয়েছে ফাইনালে। এই তালিকার শুরুতেই রয়েছে অনীক এবং অতনু। প্রথম দিন থেকেই এই দুই খুদের গানে রীতিমত মুগ্ধ হয়েছেন বিচারক থেকে দর্শকরা। এছাড়াও ইন্দ্রদীপ দাশগুপ্ত আর কৌশিকি চক্রবর্তীর টিমের থেকে রয়েছেন দেয়াশিনী রায়। সঙ্গে রয়েছেন। দশম শ্রেণির এই ছাত্রীর কণ্ঠে গণসঙ্গীত শুনে প্রথম থেকেই অবাক হয়ে গিয়েছিল বিচারকরা এবং দর্শকরা। রয়েছেন ময়ূরীও। সেই সঙ্গে ঐশী এবং সৃজিতাও জায়গা পেয়েছেন সেরা দশের মধ্যে। এছাড়াও ফাইনালের আর যারা যারা জায়গা পেয়েছেন তারা হলেন সাঁই, সত্যজিৎ এবং আরিয়ানও।
প্রসঙ্গত, কিছুদিন আগে সারেগামাপার চ্যাম্পিয়ন কে হবেন সেই খবর অজান্তেই সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দিয়েছিলেন একসময়ের সারেগামাপার চ্যাম্পিয়ন গায়ক সৌম্য চক্রবর্তী। সারেগামাপার বিজয়ী হিসেবে তিনি দুজনের নাম নিয়েছিলেন। অর্থাৎ এই দফায় দুজন চ্যাম্পিয়ন হবেন। তাই নেট নাগরিকদের মধ্যে অনেকেই জেনে গিয়েছেন সেই নাম দুটি। শেষে নানা বিতর্কের মাঝে বাধ্য হয়ে নিজের পোস্ট ডিলিট করতে হয়েছিল তাঁকে।