সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) মাস শেষে মোটা অঙ্কের টাকা জমবে। হ্যাঁ, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবার বড়সড় ঘোষণা করে ফেলল গ্রাহকদের জন্য। সূত্রের খবর, 2025 সালের 1 মে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে সুদের টাকা জমা পড়বে। শুধু তাই নয়, অ্যাকাউন্টে রাখা টাকার পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 7% পর্যন্ত বার্ষিক সুদ মিলবে। অর্থাৎ, যারা বেশি পরিমাণ টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখেন, তাদের জন্য এই এটি হতে চলেছে সোনায় সোহাগা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
মাসে মাসে সুদের টাকা
আসলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তাদের গ্রাহকদের পাঠানো 26 এপ্রিলের একটি ইমেইলে জানিয়েছে, 2025-এর 1 মে থেকে সেভিংস অ্যাকাউন্টে দৈনিক ভিত্তিতে সুদ গণনা করা হবে। আর সেই সূত্র ধরে মাস শেষে মোটা অঙ্কের সুদের টাকা অ্যাকাউন্টে জমা পড়বে।
অর্থাৎ, এবার আর প্রতি ত্রৈমাসিকে নয়, বরং প্রতিমাসেই আপনি পাবেন সুদের টাকা। যেমন আপনি একমাস ধরে অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা রাখলে প্রতিদিনের ব্যালেন্স অনুযায়ী সুদ জমা হবে এবং মাস শেষে আপনার পুরো সুদের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
নতুন সুদের হারের রেঞ্জ কত?
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এখন থেকে সুদ দেওয়া হবে প্রগ্রেসিভ স্ল্যাব অনুযায়ী। অর্থাৎ, আপনার অ্যাকাউন্টে যত বেশি পরিমাণে টাকা রাখতে পারবেন, তত বেশি সুদ পাবেন। হিসাব বলছে-
- 1 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখলে 3.25% সুদ মিলবে।
- 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখলে 3.5% সুদ মিলবে।
- 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখলে 5% সুদ মিলবে।
- 10 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখলে 6.5% সুদ মিলবে।
- 25 লক্ষ টাকা থেকে 3 কোটি টাকা পর্যন্ত জমা রাখলে 7% পর্যন্ত সুদ মিলবে।
- 3 কোটি টাকা থেকে 7.5 কোটি টাকা পর্যন্ত রাখলে 6.5% হারে সুদ মিলবে।
- 7.5 কোটি টাকা থেকে 50 কোটি টাকা পর্যন্ত রাখলে 6.25% হারে সুদ মিলবে।
- 50 কোটি টাকা থেকে 200 কোটি টাকা পর্যন্ত রাখলে 6% পর্যন্ত সুদ মিলবে।
একটি উদাহরণ বুঝে নিন..
ধরুন, আপনার সেভিংস অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা রয়েছে। এবার আপনি স্ল্যাব অনুযায়ী সুদ পাবেন। প্রথমত 1 লক্ষ টাকা পর্যন্ত 3.25% সুদের হারে 1 লক্ষ টাকা মিলবে। 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 3.5% হারে 4 লক্ষ টাকা মিলবে। 5 থেকে 10 লক্ষ টাকার জন্য 5% সুদের হারে 5 লক্ষ টাকা মিলবে। 10 থেকে 25 লক্ষ টাকার জন্য 6.5% সুদের হারে 15 লক্ষ টাকা মিলবে। 25 টাকা 30 লক্ষ টাকার জন্য 7% হারে 5 লক্ষ টাকা মিলবে।
তাই বর্তমান সময়ে আর্থিক চ্যালেঞ্জের মধ্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপ সত্যিই গ্রাহকদের জন্য স্বস্তির খবর। প্রতি মাসে সুদের টাকা হাতে পাওয়া যেমন সাধারণ মানুষকে সুবিধা দেবে, পাশাপাশি টাকা জমিয়ে রাখার আগ্রহ বাড়বে।