লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

SBI Amrit Kalash: কোটি কোটি গ্রাহককে চিন্তায় ফেলল SBI | State Bank Of India Scheme

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: মাত্র ৪০০ দিনে ধনী হওয়া স্বপ্ন দেখিয়েছিল ভারতীয় স্টেট ব্যাংক (State Bank Of India)। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিয়ে ১লা এপ্রিল থেকে বিশেষ স্কিম বন্ধ করে দিয়েছে দেশের বৃহত্তম সরকারি এই ব্যাংক। আর এতে কোটি কোটি গ্রাহকের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে। এই স্কিম ছিল অত্যন্ত লাভজনক এক বিনিয়োগের সুযোগ। কিন্তু হঠাৎ করে কেন বন্ধ করে দেওয়া হয়েছে এই স্কিম? যারা আগে বিনিয়োগ করেছেন তাদের ভবিষ্যৎ কী হবে? চলুন জেনে নেওয়া যাক।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন স্কিম বন্ধ হচ্ছে?

জানা যাচ্ছে, ভারতীয় স্টেট ব্যাংক তাদের জনপ্রিয় স্কিম ‘অমৃত কলশ’ বন্ধ করে দিচ্ছে। তবে যারা ৩১শে মার্চ, ২০২৫ এর মধ্যে এই স্কিমে বিনিয়োগ করেছিলেন, তাদের কোনরকম চিন্তার কারণ নেই। কারণ নির্ধারিত মেয়াদ শেষে তারা তাদের আসল টাকা এবং সুদ ফেরত পাবেন। এই স্কিমের অধীনে থাকা সমস্ত বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং ব্যাংক সমস্ত বকেয়া সময় মত পরিশোধ করে দেবে বলেই জানিয়েছে। শর্ত একটাই, ১লা এপ্রিল, ২০২৫ এর আগে বিনিয়োগ করতে হবে।

READ MORE:  হাতে মাত্র আর ১৫ দিন! এই কাজ না করলে বন্ধ হবে বিনামূল্যে রেশন

কী ছিল এই বিশেষ স্কিমে?

ভারতীয় স্টেট ব্যাংকের ‘অমৃত কলশ’ স্কিমের মেয়াদ ছিল ৪০০ দিন। এই স্কিমে সাধারণ গ্রাহকদের সুদ দেওয়া হতো ৭.১০% এবং প্রবীণ নাগরিকদের সুদ দেওয়া হতো ৭.৬০%। শর্ত ছিল সর্বাধিক ২ কোটি টাকা বিনিয়োগের। এমনকি এখানে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক বা ম্যাচিউরিটি অনুযায়ী বিনিয়োগ করা যেত। পাশাপাশি টিডিএস কাটা হতো আয়কর আইন অনুযায়ী। এছাড়া প্রিম্যাচিওর উইথড্রয়াল এবং লোনের সুবিধাও ছিল। এবার এই জনপ্রিয় স্কিম বন্ধ করে দিয়েছে ভারতীয় স্টেট ব্যাংক।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কেন জনপ্রিয় ছিল এই স্কিম?

অন্যান্য সাধারণ FD স্কিমের তুলনায় এই স্কিমে অতিরিক্ত সুদ দেওয়া হত। স্টেট ব্যাংকের এই স্কিমে মাত্র ৪০০ দিনেই মোটা অঙ্কের মুনাফা পাওয়া যেত। প্রবীণ নাগরিকদের জন্য ছিল এই স্কিমে বিশেষ সুবিধা। পাশাপাশি নিরাপদ বিনিয়োগের একমাত্র মাধ্যম ছিল এবং বাজারের ওঠানামার উপর কোনরকম ঝুঁকি ছিল না। আর এই কারণেই SBI-র এই স্কিম গ্রাহকদের মধ্যে চরম জনপ্রিয়তা লাভ করে।

READ MORE:  Share Market: রক্তাক্ত শেয়ার বাজার! Nifty ও Sensex এ ১৭% ধস! রইল এর পেছনের ৫ কারণ | Stock Market Crash Reason

SBI কেন বন্ধ করে দিচ্ছে এই স্কিম?

ভারতীয় স্টেট ব্যাংকের সূত্র মারফত জানা যাচ্ছে, এই স্কিমটি শুরু হয়েছিল ২০২৩ সালে এবং গ্রাহকদের আগ্রহের কারণে অনেকবার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু অবশেষে ৩১শে মার্চ, ২০২৫-এ এই স্কিমের মেয়াদ শেষ হয় এবং ব্যাংক নতুন করে এটি আর চালু না করা সিদ্ধান্ত নেয়।

READ MORE:  Romania Viral Stone: দরজার পাশে হেলায় পড়ে থাকা এক টুকরো পাথরই বদলে দিল ভাগ্য! মিলল ৮ কোটি টাকা | Man Got 8 Crore From Amber Stone

এখন বিনিয়োগকারীরা কী করবে?

যারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই স্কিম মিস করেছেন, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ SBI আরো অন্যান্য সঞ্চয় প্রকল্প বা নতুন FD স্কিম চালু করে রেখেছে। তাই নিজের প্রয়োজন অনুযায়ী এখনই বিনিয়োগের পরিকল্পনা করুন। আর যারা ইতিমধ্যে এই স্কিমে বিনিয়োগ করেছিলেন, তারা সম্পূর্ণ নিশ্চিন্তে থাকুন। কারণ তাদের সুদ সমেত আসল টাকা ফেরত দেওয়া হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.