SBI Amrit Vrishti: ফিক্সড ডিপোজিটে ৭.৬০% সুদ, গ্রাহকদের স্বস্তির খবর শোনাল SBI | State Bank Of India Fixed Deposit Scheme
সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) তাদের জনপ্রিয় ফিক্সড ডিপোজিট স্কিম ‘অমৃত কলশ’ বন্ধ করে দিয়েছে। ৪০০ দিনের এই বিশেষ স্কিমে সাধারণ গ্রাহকরা ৭.১০% এবং প্রবীণ নাগরিকরা ৭.৬০% হারে সুদ পেত। যা অন্যান্য স্কিমের তুলনায় যথেষ্ট আকর্ষণীয় ছিল। তবে ১লা এপ্রিল থেকে এই স্কিম আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে।
ভারতের স্টেট ব্যাংক এই সিদ্ধান্ত এমন সময় নিয়েছে, যখন দেশের অর্থনৈতিক বাজারে এক চরম অনিশ্চয়তা চলছে। পাশাপাশি ভারতীয় রিজার্ভ ব্যাংক আগামী মনিটারি পলিসি কমিটি বৈঠকে বিভিন্ন ব্যাংকের থেকে সুদের হার পুনর্মূল্যায়ন করছে। এইচডিএফসি ব্যাংক থেকে শুরু করে ইয়েস ব্যাংক, পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক ইতোমধ্যেই তাদের এফডিতে সুদের হার অনেকটা কমিয়ে দিয়েছে। এবার এসবিআই’ও সেই পথে হাঁটলো।
যদিও অমৃত কলস স্কিম বন্ধ করে দিয়েছে ভারতের স্টেট ব্যাংক, তবে এখনো তারা ‘অমৃত বৃষ্টি’ নামের আরেকটি ফিক্সড ডিপোজিট স্কিম চালু করে রেখেছে। গত ১৫ই জুলাই, ২০২৪ থেকে এই স্কিমটি চালু করা হয়। এই স্কিমের মেয়াদ ৪৪৪ দিন এবং এখানে সাধারণ গ্রাহকরা ৭.২৫%, প্রবীণ নাগরিকরা ৭.৭৫% এবং ৮০ বছর বা তার বেশি বয়সীরা ৭.৮৫% সুদ পায়। সূত্র বলছে, এই সুদের হার ২০২৫ সালের ৩রা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
বিশেষ করে ভারতীয় স্টেট ব্যাংক ফিক্সড ডিপোজিট অফার করে প্রবীণ নাগরিক এবং স্থায়ী আয় খোঁজেন এমন গ্রাহকদের। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার কৌশল হিসেবেই তারা এমন পদক্ষেপ গ্রহণ করেছে বলেই মনে করছে বেশ কিছু বিশেষজ্ঞরা।
সম্প্রতি আইডিবিআই ব্যাংক তাদের ‘উৎসব কলেবল FD’ স্কিমের সময়সীমা বাড়িয়ে দিয়েছে, যা আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত উপলব্ধ। এই স্কিমের আওতায় গ্রাহকরা ৩০০ দিন থেকে ৭০০ দিন মেয়াদী এফডিতে বিনিয়োগ করতে পারবে বলেই জানা যাচ্ছে। তবে মেয়াদ হিসেবে সুদের হার আলাদা আলাদা রয়েছে। যেমন-
৩০০ দিনের মেয়াদে সাধারণ গ্রাহকদের জন্য ৭.০৫% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫৫% সুদ দেওয়া হচ্ছে।
৩৭৫ দিনের মেয়াদে সাধারণ গ্রাহকদের জন্য ৭.২৫%, প্রবীণ নাগরিকদের জন্য ৭.৭৫% এবং সুপার সিনিয়র নাগরিকদের জন্য ৭.৯০% সুদ দেওয়া হচ্ছে।
৪৪৪ দিন মেয়াদে সাধারণ গ্রাহকদের জন্য ৭.৩৫%, প্রবীণ নাগরিকদের জন্য ৭.৮৫% এবং সুপার সিনিয়র নাগরিকদের জন্য ৮% সুদ দেওয়া হচ্ছে।
সব থেকে বড় ব্যাপার, এই স্কিমে প্রিম্যাচিওর উইথড্রোল করারও সুবিধা রয়েছে। অর্থাৎ, আপনি মেয়াদ পূর্বে টাকা উত্তোলন করতে পারবেন, যা অনেক বিনিয়োগকারীদের জন্য সুবিধা নিয়ে আসতে পারে।
ভারতীয় রিজার্ভ ব্যাংকের মনেটারি পলিসি আগেভাগেই ইঙ্গিত দিয়েছে যে, আগামী দিনে তারা আরো এফডি স্কিমের সুদের হার কমাতে পারে। তাই যারা নিরাপদ এবং স্থায়ী রিটার্নের সুযোগ খুঁজছেন তাদের উচিত এখনই বিভিন্ন ব্যাংকের স্পেশাল স্কিমগুলি খতিয়ে দেখে দ্রুত সিদ্ধান্তের পথে হাঁটা। তবে বিনিয়োগের আগে অবশ্যই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটবর্তী শাখায় খোঁজ নিয়ে নিশ্চিত হন।
সৌভিক মুখার্জী, কলকাতা: এবার পাহাড়ের শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যজুড়ে টালমাটাল অবস্থা। কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে…
প্রীতি পোদ্দার, কলকাতা: আর তো মাত্র কয়েকটা দিন। তার পরেই এবারের মত চৈত্র বিদায় নিয়ে…
ভারতীয় রেলওয়ে তৎকাল বুকিং প্রক্রিয়া আরও সহজ এবং যাত্রীবান্ধব করেছে। এখন: – এসি ক্লাসের তৎকাল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষমেশ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে সীলমোহর পেতে চলেছে বাংলাদেশ। সূত্রের খবর, খুব শীঘ্রই…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি NTPC Green Energy Limited (NGEL) এর তরফ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পারিক শুল্ক আরোপ নীতির জ্বালায় জ্বলছে গোটা বিশ্ব।…
This website uses cookies.