সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) আবারো তাদের জনপ্রিয় ফিক্সড ডিপোজিট স্কিম অমৃত বৃষ্টি (SBI Amrit Vrishti Scheme) ফিরিয়ে এনেছে। হ্যাঁ, ১৫ই এপ্রিল, ২০২৫ থেকে এই স্কিমটি আবারও কার্যকর হচ্ছে। তবে এবার নতুন মেয়াদ, নতুন সংশোধিত সুদের হার নিয়ে হাজির হয়েছে এই স্কিম।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কী আছে এই নতুন অমৃত বৃষ্টি স্কিমে?
সুত্রের খবর, এই স্কিমের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৪৪৪ দিন। সাধারণ গ্রাহকের জন্য এই স্কিমে এবার ৭.০৫% সুদ দেওয়া হচ্ছে। তবে সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৫৫% হারে সুদ মিলবে। শুধু তাই নয়, সুপার সিনিয়র সিটিজেনদের জন্য সর্বোচ্চ ৭.৬৫% সুদ দেওয়া হবে।
এর আগে ২০২৪ সালে ভারতীয় স্টেট ব্যাঙ্ক এই একই মেয়াদের স্কিমে সাধারণ গ্রাহকদের সুদ দিচ্ছিলো ৭.৫% এবং সিনিয়র সিটিজেনদের ৭.৫% সুদ দিচ্ছিল। তবে এবার তারা সুদের হার কিছুটা কমিয়ে দিয়েছে। তবুও এই স্কিমের গ্রহণযোগ্যতা কমেনি, বরং বিনিয়োগকারীদের মধ্যে আকর্ষণ আরো বেড়ে গিয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কীভাবে বিনিয়োগ করবেন?
অমৃত বৃষ্টি স্কিমে বিনিয়োগ করতে পারবেন দেশের যেকোন রিটেইল টার্ম ডিপোজিটকারীরা, যাদের ইনভেস্টমেন্ট ৩ কোটি টাকার নীচে। এই স্কিমে নতুন ফিক্সড ডিপোজিট খোলা যাবে। পাশাপাশি পুরনো ফিক্সড ডিপোজিট রিনিউয়ালও করা যাবে। এছাড়া মেয়াদি ডিপোজিট ও স্পেশাল টার্ম ডিপোজিট, দুই ধরনের সুবিধা মিলবে।
কোথা থেকে করবেন ইনভেস্ট?
এসবিআই গ্রাহকরা অফলাইন বা অনলাইনের মাধ্যমে এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। হ্যাঁ, এর জন্য নিকটবর্তী কোন ভারতীয় স্টেট ব্যাঙ্কের শাখায় গিয়ে আবেদন করতে পারেন। অথবা, YONO SBI অ্যাপ, YONO মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ বা এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে খুব সহজেই ফিক্সড ডিপোজিট করতে পারবেন।
প্রিম্যাচিওর উইথড্রলে পেনাল্টি কত?
যদি কোন গ্রাহক মেয়াদ পূর্ণ হওয়ার আগে টাকা তুলতে চান, তাহলে তার জন্য কিছু জরিমানা লাগবে। হ্যাঁ, যেমনটা জানা যাচ্ছে ৫ লক্ষ টাকার নীচে ডিপোজিটের জন্য ০.৫০% পেনাল্টি কাটা হবে। তবে ৫ লক্ষ টাকা থেকে ৩ কোটি টাকার মধ্যে মূলধন হলে ১% পেনাল্টি কাটা হবে বলে জানা যাচ্ছে। তবে এখানে সব থেকে বড় সুবিধা, এসবিআই এর স্টাফ ও এসবিআই পেনশনভোগীদের কোন পেনাল্ট নেই।
তাই যদি আপনি নিশ্চিত এবং গ্যারান্টি রিটার্ন চান, তাহলে অবশ্যই ১৫ই এপ্রিল থেকে চালু হওয়া এসবিআই এর এই বিশেষ স্কিমটিতে বিনিয়োগ করতে পারেন। কারণ ভারত সরকারের বৃহত্তর রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের এই স্কিমে টাকা থাকবে সম্পূর্ণ নিরাপদ এবং মিলবে মোটা অঙ্কের রিটার্ন।