SBI Balance Check: হোয়াটসঅ্যাপ থেকে SMS, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ব্যালেন্স চেক করার বিভিন্ন উপায় | SBI Account Balance Onlline Check
দেশের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। লক্ষ লক্ষ মানুষের এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। এসবিআইয়ের তরফ থেকে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার নানা উপায় দেওয়া হয়েছে। ঘরে বসে অথবা বাড়ির বাইরে কয়েক সেকেন্ডে এটি জেনে নিতে পারবেন। ফোনে যদি ইন্টারনেট নাও থাকে তাহলেও জানা যাবে ব্যালেন্স।
প্রথম উপায়ে, মিসড কলিং ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স জানা যাবে। গ্রাহকদের তাদের স্মার্টফোনে মেসেজ অ্যাপ্লিকেশনটি খুলতে হবে। REGaccount নম্বর টাইপ করুন। তার পর আপনার নিবন্ধিত মোবাইল নম্বর থেকে 09223488888 নম্বরে মেসেজটি পাঠাতে হবে।
দ্বিতীয় উপায়ে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে SBI ব্যালেন্স চেক করতে পারবেন। এর জন্য +919022690226 নম্বরটি সেভ করতে হবে। এই নম্বরে Hi লিখে নতুন চ্যাট শুরু করতে পারেন। তার পরে প্রম্পট থেকে Get Balance এ ক্লিক করতে হবে।
তৃতীয় উপায় হল, গ্রাহকরা SBI ব্যালেন্স SMS পরিষেবার মাধ্যমে চেক করতে পারবেন। তাদের মেসেজ অ্যাপ্লিকেশনটি খুলতে হবে এবং BAL টাইপ করতে হবে। তার পর নিবন্ধিত মোবাইল নম্বর থেকে +919223766666 নম্বরে বার্তাটি পাঠাতে হবে।
আরও একটি উপায় হল, গ্রাহকরা অনলাইনে Yono অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের SBI ব্যালেন্স চেক করতে পারবেন। প্রথমে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং ইনস্টল করুন। তার পর অ্যাপটি খুলুন এবং আপনার ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্টে লগ ইন করুন। যদি এটি আপনার প্রথমবার হয় তাহলে অ্যাপটির জন্য আপনার পিন বা বায়োমেট্রিক্স সেট আপ করুন। তার পর অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।
পঞ্চম উপায় হল, অনলাইনে আপনার SBI অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে, মোবাইল বা ডেস্কটপ ব্রাউজার ব্যবহার করে এসবিআইয়ের অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন। নেটব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে ব্যালেন্স চেক করতে পারেন।
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। জেলায় জেলায় রীতিমতো…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
This website uses cookies.