SBI Concurrent Auditor Recruitment 2025: শুরুতেই বেতন ৪৫,০০০ টাকা! SBI-তে ১১৯৪ শূন্যপদে নিয়োগ, সহজেই আবেদন | State Bank Of India Recruitment
সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরির স্বপ্ন তো সবারই থাকে। তার ওপর সেটা যদি হয় ব্যাঙ্কের চাকরি। হ্যাঁ এমনই একটি সুখবর নিয়ে আসলো ভারতীয় স্টেট ব্যাঙ্ক (State Bank of India)। সম্প্রতি SBI-এর তরফ থেকে তাদের বিভিন্ন শাখার জন্য কনকারেন্ট অডিটর পদে ১১৯৪ টি শূন্যপদে একটি নিয়োগের (SBI Concurrent Auditor Recruitment 2025) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এই পদে চাকরি পেলে মোটা অঙ্কের বেতন তো থাকবেই, সঙ্গে মিলবে প্রচুর সুবিধা। ভারতীয় নাগরিক হলে যেকোনো প্রার্থী অনলাইনের মাধ্যমে এই পদে আবেদন করতে পারবে। কোন সার্কেলে কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন কাঠামো কত, আবেদন করবেন কীভাবে, নিয়োগ করা হবে কীভাবে ইত্যাদি বিষয়গুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে কনকারেন্ট অডিটর (Concurrent Auditor) পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট শূন্যপদ রয়েছে ১১৯৪ টি. তবে জানিয়ে রাখি, বিভিন্ন সার্কেলের জন্য আলাদা আলাদা শূন্যপদ বরাদ্দ রয়েছে। যেমন কলকাতা সার্কেলের জন্য রয়েছে ৬৩ টি শূন্যপদ, মুম্বাই মেট্রো সার্কেলের জন্য ১৬ টি, লখনৌ সার্কেলের জন্য ৯৯ টি, দিল্লী সার্কেলের জন্য ৬৮ টি শূন্যপদ বরাদ্দ করা হয়েছে।
যারা এখানে আবেদন করবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এখানে ফ্রেসার্স প্রার্থীদের আবেদনের কোনোরকম সুযোগ দেওয়া হয়নি। শিক্ষাগত যোগ্যতার কোন নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। শুধুমাত্র অবসরপ্রাপ্ত অফিসারদের ক্রেডিট, অডিট, ফরেক্স (Forex) বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলেই অগ্রাধিকার দেওয়া হবে।এছাড়া SBI বা তার সহযোগী ব্যাংকে MMGS-III, SMGS-IV/V & TEGS-VI স্কেলের অবসরপ্রাপ্ত অফিসাররা আবেদন করতে পারবে। তবে আরেকটি কথা বলে রাখা ভালো, এই নিয়োগটি হবে চুক্তিভিত্তিক এবং নির্দিষ্ট মেয়াদের জন্যই এই নিয়োগটি করা হবে।
আগেই বলা হয়েছে, এখানে চাকরি পেলে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। MMGS-III গ্রেডের জন্য প্রতি মাসে ৪৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে, SMGS-IV গ্রেডের জন্য প্রতি মাসে ৫০,০০০/- টাকা বেতন দেওয়া হবে, SMGS-V গ্রেডের জন্য প্রতি মাসে ৬৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে এবং TEGS-VI গ্রেডের জন্য প্রতি মাসে ৮০,০০০/- টাকা বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে।
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান তাদের ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ অনুযায়ী সর্বনিম্ন বয়স হতে হবে ৬০ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৬৩ বছর। তবে জানিয়ে রাখি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কোনরকম বয়সের ছাড় দেওয়া হবে না।
এখানে কোনরকম লিখিত পরীক্ষা বা CBT পরীক্ষা হবে না। সরাসরি শর্টলিস্টিং এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ব্যাঙ্কের নির্ধারিত কমিটি আবেদনকারীদের যোগ্যতার ভিত্তিতে শর্টলিস্টিং করবে। এরপর ১০০ নম্বরের একটি ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে যারা উত্তীর্ণ হবে তাদেরকে সরাসরি নিয়োগ করা হবে।
এই পদে আবেদন করতে হলে ভারতীয় স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে পারেন-
ভারতীয় স্টেট ব্যাঙ্কের এই পদে আবেদন করার জন্য PDF ফরম্যাটে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। যেমন- অভিজ্ঞতার বিবরণ হিসেবে গত ১০ বছরের কাছের অভিজ্ঞতার সার্টিফিকেট, পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, জন্মতারিখের প্রমাণপত্র, পেনশন পেমেন্ট অর্ডারের কপি, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর ইত্যাদি।
ভারতীয় স্টেট ব্যাংকের এই পদে ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন চলবে ১৫ই মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করে নেওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ হবে।
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
অফিশিয়াল নোটিশ- Download Now
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.