SBI Fellowship: প্রতিমাসে ১৯ হাজার টাকা, পড়ুয়াদের সুবর্ণ সুযোগ দিচ্ছে SBI ফেলোশিপ | SBI Youth For India Fellowship 2025-26
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন গ্রামের উন্নয়ন মানেই সরকারি প্রকল্পের উপর ভরসা ছাড়া আর কোন রাস্তা ছিল না। কিন্তু সময় বদলেছে। এখন যদি কোন শিক্ষিত তরুণ-তরুণী এগিয়ে এসে গ্রামীন সমাজের পাশে দাঁড়াতে চায় তাহলে তাঁদের জন্য দরজা খুলে দিয়েছে SBI Youth for India Fellowship 2025-26।
হ্যাঁ, SBI Foundation দ্বারা পরিচালিত এই ফেলোশিপ (SBI Fellowship) দেশের সেরা রুরাল লিডারশিপ প্রোগ্রাম হিসেবে স্বীকৃত। আর এবার তারা নতুন ব্যাচের জন্য আবেদন গ্রহণ করছে। আপনি যদি এই ট্রেনিং-এ অংশগ্রহণ করতে চান এবং প্রতি মাসে মোটা অঙ্কের স্টাইপেন্ড পেতে চান, তাহলে প্রতিবেদনটি আপনার জন্য।
২০১১ সালের ১লা মার্চ শুরু হয় এই ফেলোশিপ। এই প্রোগ্রামের উদ্দেশ্য শুধুমাত্র গ্রামীণ উন্নয়ন নয়, বরং দেশের ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান রাখা। শহরের শিক্ষিত যুব সম্প্রদায়কে গ্রামের মানুষের সঙ্গে কাজ করার প্ল্যাটফর্ম দেওয়া এই ফেলোশিপের মূল উদ্দেশ্য। পাশাপাশি এর মাধ্যমে স্থানীয় এনজিওদের সঙ্গে হাতে-কলমে প্রকল্প বাস্তবায়নেও অংশগ্রহণ করা যায়।
আগেভাগে জানিয়ে রাখি, এই ফেলোশিপটি ১৩ মাসের জন্য অনুষ্ঠিত হয়। আপনি যেকোনো একটি বিষয়ে কাজ করতে পারেন, যা আপনার পছন্দ এবং দক্ষতার উপর নির্ভর করবে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ক্ষেত্রগুলি হল শিক্ষা, খাদ্য নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্য, বিকল্প শক্তি, নারীর ক্ষমতায়ন, প্রযুক্তি, পানীয় জল ইত্যাদি।
ফেলোশিপে আবেদন করার জন্য কিছু যোগ্যতা পূরণ করতে হয়। প্রথমত ২০২৫ সালের ১লা অক্টোবরের আগে প্রার্থীদের স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। বয়স সীমা নিয়ে যদি আলোচনা করি, তাহলে অবশ্যই প্রার্থীদের ২১ বছর থেকে ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে। নাগরিকত্ব বলতে গেলে, ভারত, নেপাল বা ভুটানের নাগরিকরা এখানে আবেদন করতে পারবে।
প্রার্থীদের কাজের প্রতি মনোযোগ বাড়ানোর জন্য এই ফেলোশিপে অংশগ্রহণ করলে দেওয়া হচ্ছে মোটা অঙ্কের স্টাইপেন্ড। হ্যাঁ, এখানে প্রতি মাসে ১৬ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হচ্ছে। পাশাপাশি যাতায়াতের জন্য মাসিক ২ হাজার টাকা ভাতা দেওয়া হবে, প্রকল্প খরচের জন্য মাসিক ১ হাজার টাকা ভাতা দেওয়া হবে এবং ফেলোশিপ শেষে পুনর্বাসন ভাতা হিসেবে ৯০ হাজার টাকা প্রদান করা হবে।
ফেলোশিপ আপনার কেরিয়ারকে সেরা জায়গায় নিয়ে যেতে পারে। হ্যাঁ, যারা ইতিমধ্যেই এই ট্রেনিং নিয়েছে, তারা কেউ কেউ CSR বিভাগে কর্মরত করেছেন বা নিজেই সামাজিক উদ্যোগে কাজ শুরু করেছেন, অথবা সরকারি প্রকল্প বা পঞ্চায়েতের সঙ্গেও কাজ করছেন। এমনকি ভারতের বাইরের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন অনেকেই।
এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, অনলাইনের মাধ্যমে ফেলোশিপের জন্য আবেদন করতে হবে। আবেদন করার পর কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। যাদের অ্যাসেসমেন্ট সফল হবে, তারা ইন্টারভিউতে ডাক পাবেন। ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
তাই যদি ভবিষ্যতকে সুরক্ষিত করতে চান এবং প্রতি মাসে মোটা অঙ্কের স্টাইপেন্ড পেতে চান, তাহলে অবশ্যই ভারতীয় স্টেট ব্যাঙ্কের এই ফেলোশিপ হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।
রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে।…
Vodafone Idea (Vi) আজ তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করল। ৩৪০ টাকার…
বাজারে শক্তিশালী এবং টেকসই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাহিদা বেড়েছে। আর তাই Samsung আজ লঞ্চ করেছে Galaxy…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ই এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যাবে?…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ব্যস্ত জীবনে অটোমেটিক গাড়ির (Automatic Car) চাহিদা একেবারে আকাশছোঁয়া। ক্লাচের ঝামেলা…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং হিসেবে বুর্জ খলিফাকে (Burj Khalifa) আমরা সবাই চিনি।…
This website uses cookies.