লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

SBI Har Ghar Lakhpati Scheme: বাজার কাঁপাচ্ছে SBI-র এই স্কিম, তরুণ থেকে বয়স্ক সকলেই করছেন বিনিয়োগ | State Bank Of India Lakhpati Scheme

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) -র গ্রাহকদের জন্য রইল জরুরি খবর। বিশেষ করে আপনিও যদি কোথাও বিনিয়োগ করার প্ল্যান করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আসলে দেশের বড় সরকারি ব্যাঙ্ক SBI ‘হর ঘর লখপতি’ স্কিম নামে একটি রেকারিং ডিপোজিট (RD) স্কিম চালাচ্ছে। এই স্কিমটি তরুণ বা বয়স্ক নাগরিক, সকলের জন্যই উপযুক্ত। তাহলে চলুন জেনে নেবেন কীভাবে এই স্কিমের মাধ্যমে আপনিও লাভবান হবেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

SBI -এর ‘হর ঘর লখপতি’ স্কিম

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) “হর ঘর লখপতি” রিকারিং ডিপোজিট (RD) স্কিম একটি চমৎকার বিনিয়োগের বিকল্প, যা আপনাকে প্রতি মাসে অল্প পরিমাণে জমা করে একটি বড় অঙ্ক জমা করার সুযোগ দেয়। এই স্কিমের মাধ্যমে, আপনি নিয়মিত টাকা জমা করে একটি ভালো বিনিয়োগ করতে পারেন এবং মেয়াদপূর্তিতে বড় অঙ্কের অর্থ রিটার্ন হিসেবে ফেরত পেতে পারেন।

READ MORE:  Pension Scheme: মাত্র ৭ টাকায় ভবিষ্যৎ সুরক্ষিত! সরকারের এই স্কিমে মাসে মিলবে মোটা পেনশন | Atal Pension Yojana

সুদের হার

সাধারণ নাগরিকদের জন্য ৬.৭৫% বার্ষিক সুদ।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

প্রবীণ নাগরিকদের জন্য ৭.২৫% বার্ষিক সুদ।

পরিপক্কতার সময়কাল ৩ থেকে ১০ বছর। আপনি আপনার সুবিধা অনুযায়ী মেয়াদপূর্তি বেছে নিতে পারেন।

বিনিয়োগ প্রক্রিয়া

১) আপনি এই স্কিমে এককভাবে অথবা যৌথ অ্যাকাউন্ট হিসেবে বিনিয়োগ করতে পারেন।

২) বাবা-মায়েরা তাদের সন্তানদের সাথে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন।

কর সঞ্চয়

১) যদি আপনার আরডি থেকে সুদের আয় ৪০,০০০ (বয়স্ক নাগরিকদের জন্য ৫০,০০০) পর্যন্ত হয়, তাহলে আপনাকে কোনও কর দিতে হবে না।

২) যদি সুদের আয় ৪০,০০০ এর বেশি হয়, তাহলে ১০% টিডিএস কাটা হবে। তবে, যদি আপনার মোট আয় কর সীমার কম হয়, তাহলে টিডিএস কাটা হবে না।

READ MORE:  SBI Recruitment 2025:মোটা বেতন, প্রচুর চাকরি দিতে চলেছে স্টেট ব্যাঙ্ক! জারি নিয়োগের বিজ্ঞপ্তি | State Bank Of India Recruitment

৩) এর জন্য, আপনাকে ব্যাংকে ফর্ম 15G (সাধারণ নাগরিকদের জন্য) অথবা ফর্ম 15H (বয়স্ক নাগরিকদের জন্য) জমা দিতে হবে।

আরডিতে কত বছরের জন্য কত কিস্তি?

যদি আপনি ৩ বছরের আরডি বেছে নেন, তাহলে সাধারণ মানুষকে প্রতি মাসে ২,৫০২ টাকা ইএমআই দিতে হবে এবং প্রবীণ নাগরিকদের প্রতি মাসে ২,৪৮২ টাকা ইএমআই দিতে হবে। ৪ বছর পর, সাধারণ মানুষকে প্রতি মাসে ১,৮১২ টাকা এবং প্রবীণ নাগরিকদের ১,৭৯৩ টাকা জমা করতে হবে। ৫ বছরের জন্য, সাধারণ মানুষকে প্রতি মাসে ১,৪০৯ এবং প্রবীণ নাগরিকদের ১,৩৯১ দিতে হবে।

৬ বছরের আরডির জন্য, সাধারণ জনগণকে প্রতি মাসে ১,১৩৫ এবং প্রবীণ নাগরিকদের ১,১১৭ জমা দিতে হবে; ৭ বছরের মেয়াদের জন্য, সাধারণ জনগণকে ৯৪০ এবং প্রবীণ নাগরিকদের ৯২৩ জমা দিতে হবে; ৮ বছরের আরডির জন্য, সাধারণ জনগণকে ৭৯৫ এবং প্রবীণ নাগরিকদের ৭৭৮ জমা দিতে হবে; ৯ বছরের আরডির জন্য, সাধারণ জনগণকে ৬৮২ এবং প্রবীণ নাগরিকদের ৬৬৫ জমা দিতে হবে; এবং ১০ বছরের আরডির জন্য, সাধারণ জনগণকে প্রতি মাসে ৫৯৩ এবং প্রবীণ নাগরিকদের ৫৭৬ জমা দিতে হবে।

READ MORE:  অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট, কত টাকা বেতন বাড়বে দেখে নিন

মেয়াদ অনুসারে প্রতি মাসে আরডি কিস্তি পরিশোধ করতে হবে এবং মেয়াদপূর্তিতে আপনি ১,০০,০০০ টাকা পাবেন। যদি আপনি ১০ বছরের মেয়াদ বেছে নেন, তাহলে সাধারণ মানুষ মাত্র ৫৯৩ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারবেন এবং প্রবীণ নাগরিকরা ৫৭৬ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারবেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.