SBI Loan: ৭০ বছর বয়সেও মিলবে লোন, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ অফার SBI-র | State Bank Of India Senior Citizen Loan
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি একজন সিনিয়র সিটিজেন কিংবা বাড়িতে বয়স্ক মানুষ আছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। ভারতের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক এবার সিনিয়র সিটিজেনদের চাহিদার কথা মাথায় রেখে এমন এক জিনিস এনেছে যার জেরে উপকৃত হবেন সকলে। এমনিতে ভারতে প্রবীণদের প্রায়ই আর্থিক সহায়তার প্রয়োজন হয়, কিন্তু ব্যাংকগুলো মূলত বয়সের কারণে ঋণ দিতে চায় না। তবে আর চিন্তা নেই, কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) প্রবীণ নাগরিকদের জন্য একটি নতুন উদ্যোগ চালু করেছে, যাতে তারা ৭০ বছর বয়সেও ঋণ নিতে পারবেন।
SBI- এর এই পদক্ষেপ তাদের জন্য স্বস্তি এনেছে যারা তাদের স্বপ্ন পূরণের জন্য আর্থিক সহায়তা চান অথচ তাঁদের সন্তান সাহায্য করতে চান না। এসবিআই এই স্কিমটি বিশেষভাবে প্রবীণ নাগরিকদের জন্য ডিজাইন করেছে যারা তাদের বয়সের কারণে ঋণ নিতে অক্ষম বোধ করেছেন। এই প্রকল্পের আওতায় ৭০ বছর বয়সী প্রবীণরা এখন সহজেই ঋণ পেতে পারেন।
আগে ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬০-৬৫ বছর, এখন তা বাড়িয়ে ৭০ বছর করা হয়েছে। প্রবীণ নাগরিকরা বিশেষ কম সুদের হারে উপকৃত হবেন। ডকুমেন্টেশন এবং পদ্ধতিগুলি সহজ করা হয়েছে যাতে প্রবীণদের কোনও অসুবিধার মুখোমুখি না হতে হয়।
এসবিআই প্রবীণ নাগরিকদের প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরণের ঋণ সরবরাহ করছে।
এবার আসা যাক যোগ্যতা প্রসঙ্গে। আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৭০ বছর হতে হবে। আবেদনকারীর অবশ্যই আয়ের একটি স্থিতিশীল উৎস থাকতে হবে, যেমন পেনশন, ভাড়া আয় ইত্যাদি। ব্যাংকে একটি ভাল ক্রেডিট স্কোর অবশ্য থাকতে হবে।
আধার কার্ড, প্যান কার্ড, বাসস্থানের প্রমাণ হিসেবে বিদ্যুৎ বিল, রেশন কার্ড, ইনকাম প্রুফ হিসেবে পেনশন স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট ও পাসপোর্ট সাইজের ছবি।
ব্যাঙ্ক শাখায় যোগাযোগ করুন: আপনার নিকটস্থ এসবিআই শাখায় যান এবং ঋণ কর্মকর্তার সাথে পরামর্শ করুন।
এসবিআই প্রবীণ নাগরিকদের জন্য নমনীয় সুদের হার এবং সহজ অর্থ প্রদানের শর্ত দিয়েছে।
৫ থেকে ১৫ বছরের কিস্তিতে ঋণ পরিশোধের সুবিধা রয়েছে। সময়মতো অর্থ প্রদানের জন্য সুদে ছাড়ও থাকবে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.