SBI Office: কলকাতা থেকে তল্পিতল্পা গোটাচ্ছে SBI-র একাধিক দফতর | State Bank Of India Transferring Offices From Kolkata
শ্বেতা মিত্র, কলকাতা: ফের এবার বড় সিদ্ধান্ত নিল দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। বর্তমান সময়ে কয়েক কোটি মানুষ এই ব্যাঙ্কের সঙ্গে যুক্ত। আপনিও কি কোনো না কোনোভাবে এই ব্যাঙ্কের সঙ্গে যুক্ত রয়েছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আসলে এবার কলকাতা থেকে সোরে যাওয়ার সিদ্ধান্ত নিল ব্যাঙ্ক! স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের বৈশ্বিক বাজার ইউনিটের অধীনে বেশ কয়েকটি বিভাগ কলকাতা থেকে মুম্বাইতে ট্রান্সফার প্রক্রিয়া পুনর্নবীকরণ করেছে বলে মনে করা হচ্ছে।
এসবিআইয়ের গ্লোবাল মার্কেট ইউনিট, যা বর্তমানে কলকাতায় অবস্থিত, মুম্বইতে ব্যাংকের কর্পোরেট অফিসের অধীনে আসে। এর ১০টি বিভাগ রয়েছে, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক রেমিট্যান্স, একটি সেন্ট্রালাইজড গ্লোবাল ব্যাক অফিস (সিজিবিও) এবং ফরেক্স ট্রেজারি। এই ইউনিটটি আগে বৈদেশিক মুদ্রা বিভাগ নামে পরিচিত ছিল।
দেশের বৃহত্তম ঋণদাতা গত বছর সিজিবিও, ফরেক্স ট্রেজারি, ডেরিভেটিভস এবং স্ট্রাকচার্ড প্রোডাক্টস বিভাগগুলি মুম্বাইতে স্থানান্তর করার পরিকল্পনা শুরু করেছিল, কিন্তু কলকাতার কর্মচারীদের একটি অংশের প্রতিবাদের কারণে প্রক্রিয়াটি পিছিয়ে পড়ে। SBI এখন মূল পরিকল্পনার উপর নতুন করে জোর দিয়েছে। এই ব্যাক অফিসটি সিডনি, বাহরাইন, হংকং, লন্ডন এবং নিউ ইয়র্কের গ্রাহকদের সেবা প্রদান করে। ইউনিয়ন সদস্যদের সাথে একটি চুক্তি অনুসারে এটি ২৪x৭ কাজ করে এবং ব্যাংক ধর্মঘটের সময়ও খোলা থাকে।
২০১৫ সালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারপারসন অনুন্ধতী ভট্টাচার্য যখন সিজিবিও প্রতিষ্ঠা করেন, তখন এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। বিস্তারিত জানার জন্য পরিচিত ব্যক্তিরা জানিয়েছেন, বিশ্ববাজার ইউনিটে প্রায় ১৫০ জন কর্মকর্তা এবং প্রায় ৭০ জন চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন। যদিও এখনো অবধি SBI -এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। গত বছর থেকে ব্যাংকের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসা ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে।
নাগরিক সমাজ ফোরাম ১৮ মার্চ লেখা চিঠিতে জানানো, “আমরা নিশ্চিত তথ্য পেয়েছি যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার গ্লোবাল মার্কেট ইউনিটের কার্যক্রমের একটি উল্লেখযোগ্য অংশ কলকাতা থেকে মুম্বইতে স্থানান্তর করার পরিকল্পনা করছে।”
প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২৩ সালের মার্চে তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে প্রাথমিক…
সম্প্রতি ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের অনুমোদন দিয়েছে…
এবার ধীর চার্জিং সমস্যার সম্মুখীন Redmi Note 13 এবং Note 12S ফোন ব্যবহারকারীরা। তারা অভিযোগ…
ডুকাটি অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের সবচেয়ে সস্তা মোটরসাইকেল ভারতে লঞ্চের ঘোষণা করল। নতুন মডেলটির নাম…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ হাওড়া স্টেশন (Howrah Station) ভারতের অন্যতম ব্যস্ততম একটি রেল স্টেশন। প্রতিদিন হাজার…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ISL মরসুমে লিগ শিল্ড ঘরে তুলে এখন কাপ জেতাই লক্ষ্য হয়ে…
This website uses cookies.