সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় স্টেট ব্যাংকে আবারও বিপুল শূন্যপদে নিয়োগের (SBI Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হল। যারা ব্যাংকের চাকরির স্বপ্ন দেখেন তাদের জন্যে এটা সেরা সুযোগ হতে চলেছে। আগ্রহী এবং যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ব্যাংকের চাকরি হওয়ায় শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। কোন পদে কটি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন কাঠামো কত, বয়স সীমা কত লাগবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে ইত্যাদি বিষয়গুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
পদ এবং শূন্যপদের বিবরণ | SBI Recruitment 2025 |
ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ম্যানেজার রিটেইল প্রোডাক্টস, FLC ডিরেক্টরস এবং FLC কাউন্সিলর পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। মোট শূন্যপদ রয়েছে ২৭৩টি। যেখানে ম্যানেজার রিটেইল প্রোডাক্টস পদে ৪টি, FLC ডিরেক্টরস পদে ৬টি এবং FLC কাউন্সিলর পদে ২৬৩টি শূন্যপদ থাকছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, ম্যানেজার রিটেইল প্রোডাক্টস পদে আবেদন করার জন্য MBA/PGDM/PGPM/MMS ডিগ্রি লাগবে, FLC ডিরেক্টরস এবং FLC কাউন্সিলর পদে আবেদন করার জন্য SBI/e-ABs/PSBs/RRBs থেকে অবসরপ্রাপ্ত অফিসার হতে হবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
বয়স সীমা কত প্রয়োজন?
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যানেজার রিটেইল প্রোডাক্টস পদে আবেদন করার জন্য বয়স লাগবে ২৮ বছর থেকে ৪০ বছর এবং FLC ডিরেক্টরস ও FLC কাউন্সিলর পদে আবেদন করার জন্য বয়স লাগবে ৬০ বছর থেকে ৬৩ বছর।
বেতন কাঠামো
আগেই বলা হয়েছে ব্যাংকের চাকরি হওয়ায় এখানে দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। ম্যানেজার রিটেইল প্রোডাক্টস পদে চাকরি পেলে প্রতি মাসে ৮৫,৯২০/- টাকা থেকে ১,০৫,২৮০/- টাকা বেতন দেওয়া হবে এবং FLC ডিরেক্টরস ও FLC কাউন্সিলর পদে চাকরি পেলে প্রতি মাসে ৫০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন কীভাবে করবেন?
যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীরা ভারতীয় স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- প্রথমে ভারতীয় স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- এরপর নির্ধারিত আবেদন ফরমটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- সবশেষে আবেদন ফি প্রদান করুন।
- এরপর আবেদন ফরম জমা দিন এবং প্রিন্ট আউট সঙ্গে রাখুন।
এক্ষেত্রে বলে রাখি, ম্যানেজার রিটেইল প্রোডাক্টস পদে আবেদন করার শেষ তারিখ ২৬শে, মার্চ ২০২৫ এবং FLC ডিরেক্টরস ও FLC কাউন্সিলর পদে আবেদন করার শেষ তারিখ ২১শে মার্চ, ২০২৫। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়ায় ভালো।
নিয়োগ প্রক্রিয়া
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে প্রার্থীদের শর্টলিস্টিং, সাক্ষাৎকার এবং মেধা তালিকার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। কোনরকম লিখিত পরীক্ষার প্রয়োজন এখানে নেই।
অফিসিয়াল ওয়েবসাইট- SBI Official Website
অফিসিয়াল বিজ্ঞপ্তি ১- SBI Official Notification
অফিসিয়াল বিজ্ঞপ্তি ২- SBI Official Notification