Scheme For Womens: সুকন্যা না মহিলা সম্মান স্কিম, নারীদের জন্য কোন প্রকল্প সবথেকে লাভদায়ক? দেখুন হিসেব | Better Investment Plan For Womens
শ্বেতা মিত্র, কলকাতা: মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য সরকারের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাঙ্ক ও পোস্ট অফিসের মাধ্যমে চালানো হচ্ছে একাধিক স্কিম (Scheme For Womens)। যার মধ্যে রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা ও মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। আজ আমরা এই দুটি স্কিম নিয়ে আলোচনা করবো। দুটি স্কিমই বেশ জনপ্রিয়। কিন্তু কোনটায় বিনিয়োগ করা বেশি লাভজনক? চলুন জেনে নেওয়া যাক।
সুকন্যা সমৃদ্ধি যোজনা মূলত পরিবারের কন্যা সন্তানের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এই স্কিমের আওতায় ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যায়। সর্বনিম্ন ২৫০ টাকা থেকে বিনিয়োগ শুরু করার নিয়ম রয়েছে। সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। অ্যাকাউন্টটি কন্যা সন্তানের অভিভাবকরা খুলতে পারবেন। মেয়ের বয়স ২১ বছর হওয়ার পরেও প্ল্যানটি ম্যাচিওর হয়। এছাড়া মেয়ের বয়স ১৮ হওয়ার সময় কিছু টাকা তোলা যেতে পারে। আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা রয়েছে।
এবার আসা যাক মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের কথা। এই প্রকল্পটি ২০২৩ সালে শুরু করা হয়েছিল। আবেদন করার শেষ তারিখ ২০২৫ সালের ৩১ মার্চ। এই স্কিমের সর্বনিম্ন ১০০০ টাকা ও সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। এখানে আপনি ৭.৫ শতাংশ হারে সুদের সুবিধা পাবেন। এই প্রকল্পের মেয়াদ পূর্তির সময়কাল ২ বছর। একজন মহিলা একাধিক অ্যাকাউন্টে খুলতে পারেন। তবে দুটি অ্যাকাউন্ট খোলার মাঝে ৩ মাসের ব্যবধানে রাখতে হবে।
সুদের হার: ৭.৫% বার্ষিক সুদ খুবই ভালো, বিশেষ করে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের তুলনায়। পোস্ট অফিস এফডি বর্তমানে ২ বছরের জন্য ৬.৯% সুদ দেয়, এমএসএসসি এর চেয়ে বেশি রিটার্ন দেয়।
নমনীয়তা: ১ বছর পর ৪০% উত্তোলনের বিকল্প এবং ৬ মাস পর অ্যাকাউন্ট বন্ধ করার সুবিধা এটিকে কিছুটা নমনীয় করে তোলে। তবে, অকাল বন্ধের ক্ষেত্রে ৫.৫% সুদের হার ক্ষতির কারণ।
বিনিয়োগের পরিসর: বিনিয়োগের পরিসর ১,০০০ টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত, যা ক্ষুদ্র ও মধ্যম আয়ের মহিলাদের জন্য সহজলভ্য করে তোলে।
বি. দ্র: প্রতিদিন বাজারে উত্থান-পতন হয়। আর সেদিকে তীক্ষ্ণ নজর রেখেই কোথাও বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ। আগামী দিনে নিজের দায়িত্বে কোথাও আর্থিক বিনিয়োগ করতে পারেন। কারণ কোনোরকম আর্থিক ক্ষতি হলে তার জন্য দায়ী থাকবে না Indiahood.in
এখানে আমরা ১০ হাজার টাকার কমে দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হওয়া ডিভাইসগুলি সম্পর্কে বলবো। এই…
Samsung Galaxy M16 5G ফোনটি ১২ হাজার টাকার কমে বাড়ি নিয়ে যাওয়া যাবে। সুমন পাত্র,…
মোটোরোলা এজ ৬০ ফিউশন ৫জি আগামী ২ এপ্রিল ভারতে লঞ্চ হবে। এই দিন দুপুর ১২…
জিও ইলেকট্রিক সাইকেল ই-ভেহিকল জগতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে! যারা কম দামে অসাধারণ রেঞ্জ ও…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৬শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য কী নিয়ে…
boAt Storm Infinity এর দাম ১,২৯৯ টাকা রাখা হয়েছে এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১০০…
This website uses cookies.