Categories: চাকরি

SECR Apprentice Recruitment 2025: রেলে চাকরি পেতে আর পরীক্ষার দরকার নেই, মাধ্যমিক পাসেই হাজারের বেশি শূন্যপদে নিয়োগ | Indian Railways Recruitment

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি ভারতীয় রেলে চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। মাধ্যমিক পাস যোগ্যতায় রেলে প্রচুর শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ (SECR Apprentice Recruitment 2025) হচ্ছে। যেখানে ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড প্রদান করা হবে এবং নিয়োগের পরে দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। এমনকি এখানে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন ট্রেডের জন্য কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য পেতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | SECR Apprentice Recruitment 2025 |

জানিয়ে রাখি, এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ে নাগপুর ডিভিশনের তরফ থেকে। যেমনটা জানা যাচ্ছে, এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে এবং মোট শূন্যপদ রয়েছে ১০০৭টি। তবে হ্যাঁ, এখানে বিভিন্ন ট্রেড রয়েছে এবং প্রতিটি ট্রেডের জন্য আলাদা আলাদা শূন্যপদ আছে। যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট ইত্যাদি। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাস করে থাকলেই এখানে আবেদন করতে পারবে। তবে মাধ্যমিকের ন্যূনতম ৫০% নাম্বার থাকতে হবে। এর সাথে NCVT/SCVT অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স করতে থাকতে হবে। 

বয়স সীমা কত প্রয়োজন?

বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে সর্বনিম্ন ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

বেতন কাঠামো

যারা ১ বছরের আইটিআই কোর্স করে এই পদে নিযুক্ত হবে, তাদেরকে প্রতি মাসে ৭,৭০০/- টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। কিন্তু যারা ২ বছরের আইটিআই কোর্স করে নিযুক্ত হবে, তাদেরকে প্রতি মাসে ৮,০৫০/- টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদন কীভাবে করবেন?

যে সমস্ত চাকরিপ্রার্থীরা অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে চান, তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শুধু নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১) প্রথমে Apprenticeship India এর অফিসিয়াল পোর্টালে যান।

২) এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। 

৩) এরপর সংশ্লিষ্ট ট্রেডটি নির্বাচন করুন।

৪) এরপর সমস্ত ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।

৫) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন। 

৬) সবশেষে আবেদনপত্র সাবমিট করুন এবং কনফার্মেশন কপি ডাউনলোড করে রাখুন।

জানিয়ে রাখি, এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে ৫ই এপ্রিল, ২০২৫ থেকে এবং আবেদন চলবে আগামী ৪ই মে, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়াই ভালো।

কীভাবে নিয়োগ করা হবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষা ও আইটিআই এর নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে। মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে সরাসরি নিয়োগ করা হবে।

অফিসিয়াল ওয়েবসাইট- SECR Official Website

অফিসিয়াল নোটিশ- SECR Official Notification

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.

Recent Posts

Daily Horoscope: গণেশের কৃপায় ৩ রাশির খুলবে সফলতার গুপ্ত দরজা, রইল আজকের রাশিফল, ১৬ই এপ্রিল | Ajker Rashifal 16 April

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ই এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যাবে?…

13 minutes ago

Maruti থেকে Tata, ৮ লাখের মধ্যে পেয়ে যাবেন ৮ অটোমেটিক কার

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ব্যস্ত জীবনে অটোমেটিক গাড়ির (Automatic Car) চাহিদা একেবারে আকাশছোঁয়া। ক্লাচের ঝামেলা…

44 minutes ago

আম্বানির অ্যান্টিলিয়া না বুর্জ খালিফা! সবথেকে দামি বিল্ডিং কোনটি?

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং হিসেবে বুর্জ খলিফাকে (Burj Khalifa) আমরা সবাই চিনি।…

2 hours ago

Virat Kohli: অঙ্কে এত কম! মাধ্যমিকে কোন বিষয়ে কত পেয়েছিলেন কোহলি? ভাইরাল মার্কশিট | Virat Kohli’s Madhyamik Marksheet

সৌভিক মুখার্জী, কলকাতা: এখন তিনি ভারতের সেরা ব্যাটসম্যান। এমনকি বিশ্ব ক্রিকেটে ‘কিং’ হিসাবে পরিচিত। তার…

2 hours ago

তাঁর হাতেই তৈরি দেশীয় ট্রেন ব্যবস্থা! ভারতীয় রেলের জনক কে জানেন?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিদিন কয়েক কোটি মানুষকে তাঁদের গন্তব্য দেখায় ভারতীয় রেল (Indian Railways)। রেলপথের…

2 hours ago

SBI Fellowship: প্রতিমাসে ১৯ হাজার টাকা, পড়ুয়াদের সুবর্ণ সুযোগ দিচ্ছে SBI ফেলোশিপ | SBI Youth For India Fellowship 2025-26

সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন গ্রামের উন্নয়ন মানেই সরকারি প্রকল্পের উপর ভরসা…

2 hours ago

This website uses cookies.