লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Shah Rukh Khan: ‘এক কথায় প্রাইভেট জেট পাঠায় শাহরুখ’, KKR-র অজানা কাহিনী শোনালেন আকরাম | Akram Shares Unknown Story Of SRK

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স ও শাহরুখ খান (Shah Rukh Khan) নাম দুটো একে অপরের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। নাইটদের কর্ণধার শাহরুখের ব্যবহার যেমন মার্জিত তেমনই দলের ছেলেদের সাথে তাঁর আচরণেরও জুড়ি মেলা ভার। নাইটদের দুঃসময়ে একজন যোগ্য অভিভাবকের মতো পাশে এসে দাঁড়ান বলিউড বাদশাহ। সম্প্রতি, নাইটদের খারাপ পারফরমেন্স সত্বেও KKR শিবিরে শাহরুখের তরফে একটি আবেগঘন বার্তা পৌঁছেছিল।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

যেখানে তিনি মূলত, রিঙ্কু, রাসেলদের ধৈর্য ধরে রাখতে বলেছিলেন। আর তারপরই ম্যাচ জেতে KKR। তবে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল এ মরসুমে একেবারেই ছন্দে ফিরতে পারছে না, এমতাবস্থায় নাইট শিবিরের প্রাক্তন সদস্য তথা পাকিস্তানের কিংবদন্তি খেলোয়াড় ওয়াসিম আকরাম বন্ধু শাহরুখ প্রসঙ্গে একটি অজানা গল্প শেয়ার করেছেন। যা পড়লে কার্যত গর্ব হবে আপনারও।

READ MORE:  AFC Challenge League: ঘরের মাঠেই হার, AFC লিগের সেমিতে উঠতে পারবে ইস্টবেঙ্গল? | East Bengal Vs FK Arkadag AFC Challenge League

ঠিক কী বলেছেন আকরাম?

কলকাতা নাইট রাইডার্সের সাথে 2010 থেকে 2016 সাল পর্যন্ত বোলিং কোচের পদে মোট 6 মরসুম কাটিয়েছেন ওয়াসিম। এই দীর্ঘ সময়ে কলকাতার একেবারে শিকড় বুঝে উঠেছিলেন তিনি। কর্ণধার শাহরুখের সাথে এই সময়েই সখ্যতা বেড়েছিল তাঁর। মূলত নাইট শিবিরে থাকাকালীন অভিভাবক কিং খানের ব্যবহারে যথেষ্ট আপ্লুত হয়েছিলেন তিনি। যে কথা বহুবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অকপটে স্বীকার করে নিয়েছেন আকরাম। এবার সেই শাহরুখকে নিয়েই মুখ খুললেন প্রাক্তন পাক তারকা। কী বললেন আকরাম?


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খানের সাথে সম্পর্কিত একটি অজানা গল্প শেয়ার করেছেন প্রাক্তন পাক পেসার। আকরাম জানিয়েছেন, খুব সম্ভবত 2012 সালের IPL সিজন। কলকাতায় আমাদের একটা নকআউট ম্যাচ ছিল, কিন্তু আমরা ভিন রাজ্য থেকে খেলে ফিরছিলাম। এমতাবস্থায়, খেলোয়াড়রা সত্যিই প্রচন্ড ক্লান্ত ছিল। তখন আমি কিং খানের কাছে অনুরোধ করে বলি, খান সাহেব, আমার একটা অনুরোধ আছে। ছেলেরা প্রচন্ড ক্লান্ত, এদিকে আগামীকাল পৌঁছেই পরশুর ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে।

READ MORE:  2025 Surrey Championship: দাম দেয়নি BCCI, এবার বিদেশে খেলতে যাচ্ছেন KKR-র এই প্রাক্তন প্লেয়ার | KS Bharat Got Chance In Surrey Championship

তাই যদি একটা প্রাইভেট জেট বুক করে দেওয়া যেত… এ কথা শুনেই নাকি শাহরুখ বলেছিলেন, ছেলেরা কি ক্লান্ত হয়ে যাবে? কোনও ব্যাপার না। একথা বলার এক ঘন্টা সময় যেতে না যেতেই প্রাইভেট বিমানের গোটা ব্যবস্থা করে ফেলেন শাহরুখ। যেই গল্প এতদিন ভক্তদের কাছে অজানা ছিল।

অবশ্যই পড়ুন: জোর ঝটকা! ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগেই পাকিস্তানের পাশ থেকে সরে দাঁড়াল চিন

মদ্যপানে আসক্ত ছিলেন আকরাম

প্রাক্তন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের জীবনের অন্ধকার জগত সম্পর্কে এখনও অনেকেই অভিহিত নন। সেক্ষেত্রে জানিয়ে রাখি, আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার এই ওয়াসিম একসময়ে প্রচন্ড পরিমাণে মদ্যপানে আসক্ত ছিলেন। সারাদিন প্রায় বুঁদ হয়ে থাকতেন নেশায়! তবে সেই বদ অভ্যাস ধীরে ধীরে কাটিয়ে ওঠেন তিনি। লাহোরের একটি রিহ্যাব সেন্টারে দীর্ঘ সময় কাটানোর পর স্বাভাবিক জীবনে ফিরেছিলেন আকরাম। পরবর্তীতে শাহরুখ খানের দৌলতেই কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব পেয়েছিলেন তিনি। বলা ভাল, এটিই ছিল কোচের ভূমিকায় তাঁর প্রথম চাকরি।

READ MORE:  IPL 2025: মুম্বইয়ের হারের পর বদলে গেল পয়েন্ট তালিকা, ধরাছোঁয়ার বাইরে RCB! কলকাতার অবস্থান কততে?| IPL 2025 Current Point Table

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.